গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে লুঠ ১০ লক্ষ টাকা!
জলপাইগুড়ির ৭৩ মোড়ে একটি বাড়ির নিচে ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারটি।
নিজস্ব প্রতিবেদন: ফের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে এটিএম-এ লুঠ। গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে প্রায় ১০ লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ৭৩ নম্বর মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম-এ। তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিস।
আরও পড়ুন: সপ্তমী, অষ্টমী না নবমী? কবে কোথায় ভারী বৃষ্টি হবে, স্পষ্ট করল আবহাওয়া দফতর
জলপাইগুড়ির ৭৩ মোড়ে একটি বাড়ির নিচে ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারটি। এটিএম কাউন্টারের পাশেই বাড়ির মালিক ক্ষিরোদা সরকারের দোকান। তিনি জানান, মঙ্গলবার সকালে দোকান খোলবার সময়ই এটিএম কাউন্টারের দরজাটা খোলা অবস্থায় দেখতে পান। ভিতরে ঢুকে দেখেন, কাউন্টারে মেশিনটি ভাঙা অবস্থায় রয়েছে। গ্যাস কাটার দিয়ে মেশিনটি কাটা হয়েছে।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে রাত কাটালেন তিন সন্তানের মা, তারপরই মর্মান্তিক পরিণতি
তিনিই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলের ১৫ কিলোমিটার দূরেই বাংলাদেশ সীমান্ত। তাই দুষ্কৃতীরা লুঠের পর সহজেই সীমান্ত পেরিয়ে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে কেন ওই এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে।