বেচারামের সঙ্গে মিলে বিধানসভা নির্বাচনে লড়াই করা সম্ভব নয়: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন বেচারাম মান্না বলেন, রবীন্দ্রনাথবাবুর সঙ্গে কোনওদিনই কোনও সংঘাত ছিল না
নিজস্ব প্রতিবেদন: হরিপালের বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সিঙ্গুরের বিধায়কের সমঝোতা আশা অধরাই। শনিবার সংবাদমাধ্যমে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, বেচারাম মান্নার সঙ্গে কোনওভাবেই বিধানসভা নির্বাচনে লড়াই করা সম্ভব নয়।
আরও পড়ুন-ইলিশ আর রুইমাছের ভোগ ঢাকা কালীবাড়িতে, করোনায় এবার বন্ধ পুষ্পাঞ্জলি
শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন বেচারাম মান্না বলেন, রবীন্দ্রনাথবাবুর সঙ্গে কোনওদিনই কোনও সংঘাত ছিল না। সবটাই সংবাদমাধ্যমের রটনা। আগামিদিনে একইসঙ্গে পথ চলতে চাই।
আরও পড়ুন-নিষ্ঠাভরে কালীপুজো মুখ্যমন্ত্রীর বাড়িতে, সামিল অভিষেক সহ অন্যান্যরা
বেচারাম মান্নার ওই মন্তব্যের পরই আজ এনিয়ে সরব হন রবীন্দ্রনাথবাবু। তিনি বলেন, যেভাবে বেচারাম আমার সম্মানহানি করেছে, তাতে আগামী বিধানসভায় একসঙ্গে লড়াই করা সম্ভব নয়। হরিপালের বিধায়ক যদি নিজের মনোনীত তৃণমূল কর্মীকে ব্লক সভাপতি করতে পারেন তাহলে সিঙ্গুরের বিধায়ক হওয়ার পরও আমার মনোনীত প্রার্থী মহাদেব দাসকে সরিয়ে গোবিন্দ খাঁড়াকে কেন ব্লক সভাপতি করা হল! আমার সিদ্ধান্তে আমি এখনও অবিচল রয়েছি।