কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে অমিত শাহের কাছে আবেদন করলেন শোভন চট্টোপাধ্যায়

মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর নিরাপত্তা শিথিল হয়। তার বদলে তিনি কেন্দ্রীয় নিরাপত্ত পেতে চলেছেন বলে সূত্রের খবর। 

Updated By: Aug 15, 2019, 05:12 PM IST
কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে অমিত শাহের কাছে আবেদন করলেন শোভন চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগ দিয়েই কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানালেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তিনি। 

চিঠিতে শোভন জানিয়েছেন, 'বিজেপিতে যোগদান দেওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। কলকাতায় ফিরলে তাঁর ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক।' 

 

রাজ্যে বিজেপির উত্থানের পরেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন ঝাঁকে ঝাঁকে বিজেপি নেতা। তার মধ্যে রয়েছে বিজেপির ছোট বড় বহু নেতাই। ওদিকে মন্ত্রী হিসাবে রাজ্য সরকারের নিরাপত্তা পেতেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর নিরাপত্তা শিথিল হয়। তার বদলে তিনি কেন্দ্রীয় নিরাপত্ত পেতে চলেছেন বলে সূত্রের খবর। 

এবার চাই পাক অধিকৃত কাশ্মীর, স্বাধীনতা দিবসে হুঙ্কার দিলীপের

দীর্ঘ দড়ি টানাটানির পর বুধবার দিল্লিতে বিজেপিতে যোগদেন শোভন চট্টোপাধ্যায়। দলবদল করেই তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটান তিনি। বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে কেন বিরোধীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন তুলেছিলাম।' বলেন, তাঁকে দলে ফেরানোর নামে যে সব খবর প্রকাশিত হয়েছিল তা আসলে আই ওয়াশ।  

.