SSC Scam: এসএসসিকাণ্ডে এবার নজরে জেলা! ভাইরাল প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানের অডিয়ো ক্লিপ
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করছেন বেঞ্জামিন। এমনটাই দাবি একাধিক মহলের। তাঁর আবাসনে বাসিন্দাদের তালিকায় বেঞ্জামিনের নামটি কাটা রয়েছে
ভবানন্দ সিংহ: এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর ভাইরাল হল শিক্ষক নিয়োগে টাকার লেনদেন সম্পর্কিত একটি অডিয়ো ক্লিপ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ক্লিপটি উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদ প্রাক্তন চেয়ারম্যানের বলেই মনে করা হচ্ছে। এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলায়। ওই ক্লিপটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। তবে জেলা বিজেপির দাবি, ওই ক্লিপটি নিয়ে তদন্ত শুরু করুক ইডি।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন বেঞ্জামিন হেমব্রম। ক্লিপটিতে বলতে শোনা যাচ্ছে, এবার গিয়ে সরাসরি আমি পার্থদার সঙ্গে কথা বলব। আর ভায়া মিডিয়া টাকা দেব না।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করছেন বেঞ্জামিন। এমনটাই দাবি একাধিক মহলের। তাঁর আবাসনে বাসিন্দাদের তালিকায় বেঞ্জামিনের নামটি কাটা রয়েছে। অনেকেই দাবি করছেন এই কাণ্ড করেছেন খোদ বেঞ্জামিন।
এদিকে, বেঞ্জামিন হেমব্রমকে ধরে ফেলে জি ২৪ ঘণ্টার ক্যামেরা। হেমতবাদ আদর্শ বিদ্যালয়ে গিয়ে দেখা মিলল বেঞ্জামিনের। ওই অডিয়ো ক্লিপটি নিয়ে বেঞ্জামিন হেমব্রম বলেন, আমিও ওই অডিয়ো ক্লিপটি শুনেছি। ওই গলা আমার নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। চাকরি দেওয়ার নামে কোনও টাকা নিতাম না।
একসময় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার হয় বেঞ্জামিন হেমব্রমকে। কেন সময় শেষের আগেই সরিয়ে দেওয়া হল তা নিয়ে তিনি হলেন, ওটা মিউজিক্যাল চেয়ার। পলিটিক্যাল পদ।
অডিয়ো ক্লিপটি নিয়ে বেঞ্জামিন কোনও দায় নিতে না চাইলেও এনিয়ে যে জেলার বিরোধীরা সলতে পাকাচ্ছে তা আর বলার অবকাশ রাখে না।
এদিকে এসএসসি দুর্নীতি মামলায় আরও সম্পত্তির হদিশ মিলবে? বুধবার সাতসকালে জেলায় অভিযানে ইডি (ED)। ৫টি গাড়িতে সিজিও (CGO) থেকে বেরিয়েছেন আধিকারিকরা। ইতিমধ্যেই শান্তিনিকেতনের পথে ইডির আরও একটি টিম রওনা দিয়েছে। পার্থ-অর্পিতার (Partha-Arpita) বেনামি সম্পত্তির খোঁজ করতেই এই অভিযান বলে প্রাথমিক সূত্রে খবর। তদন্তকারীদের বিশাল একটি দল মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছে যায়। এবার শান্তিনিকেতনে পার্থের বিভিন্ন বাড়ি (ইডির দাবি)-তে তল্লাশি হতে পারে।
এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থের গ্রেফতারির পর একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। শান্তিনিকেতনে অপা-দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অপা, তিতলি-ছাড়াও চারটে বাড়ির হদিশ মিলেছে। এবার সেই সম্পত্তিগুলিরই খোঁজ করছে ইডি। বীরভূমে বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি করবে।
আরও পড়ুন-SSC Scam: শান্তিনিকেতনে ইডির বিশেষ দল! ‘অপা’-র সম্পত্তির হদিশ পেতে তল্লাশি