স্টেট হাইওয়েতে টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের
জাতীয় সড়কের মতো এবার রাজ্য সড়কেও টোল ট্যাক্স চালু করতে চলেছে তৃণমূল সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: জাতীয় সড়কের মতো এবার রাজ্য সড়কেও টোল ট্যাক্স চালু করতে চলেছে তৃণমূল সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
পশ্চিমবঙ্গে মোট ১৫টি রাজ্য সড়ক রয়েছে। সড়কগুলির মেরামতিতে প্রতি বছর কয়েক শ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার। যার ফলে রাজ্যের কোষাগারে চাপ বাড়ে। সেই চাপ কমাতেই রাজ্য সড়কগুলিতে টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত। টোল ট্যাক্স আদায়ের পরিকাঠামো তৈরি করবে রাজ্য পূর্ত দফতর। কোন সড়কে কত টাকা ট্যাক্স নেওয়া হবে তাও ঠিক করবে তারাই।
আরও পড়ুন - ভারতের বাজারে সব থেকে দ্রুতগামী ব্যাটারিচালিত স্কুটার লঞ্চ করল ওকিনাওয়া
রাজ্যের একাধিক জাতীয় সড়কে টোল ট্যাক্স নিয়ে থাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এবার রাজ্য সড়কেও দিতে হবে টোল ট্যাক্স। ফলে বনগাঁ - চাকদা, ব্যারাকপুর - কল্যাণী, জয়নগর - কুলপি, বসিরহাট - মালঞ্চ, দুর্গাপুর - তালডাংরা প্রভৃতি সড়কে এবার থেকে টাকা দিয়ে যাতায়াত করতে হবে। জ্বালানির দাম বাড়ায় এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। তার ওপর যোগ হল নতুন টোল ট্যাক্সের জ্বালা।