শহরের রাস্তায় বেশি চলবে সরকারি বাস, সিদ্ধান্ত রাজ্যের
নতুন করে চালু হতে চলেছে আরও ৪১১টি নতুন বাস।এরমধ্যে ১৬৫ টি নতুন বাসের আজ নবান্ন থেকেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিনিধি: শহরে সরকারি বাস বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের । নতুন করে চালু হতে চলেছে আরও ৪১১টি নতুন বাস।এরমধ্যে ১৬৫ টি নতুন বাসের আজ নবান্ন থেকেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ১০০ টাকার চুরির সন্দেহে ২ নাবালককে ইলেকট্রিক শক দোকানির
এছাড়াও আড়াই,পাঁচ,ন’হাজার লিটার জলধারণ করতে পারে এমন ১১৭টি দমকলের গাড়িও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন: বাড়িতে ঢুকে প্রৌঢ়াকে রাতভর ‘গণধর্ষণ’, অভিযোগ নিল না পুলিশ
শহরে সরকারি বাসের সংখ্যা বাড়লে সাধারণ মানুষেক ঝক্কি কমবে, তা বলাই বাহুল্য। এমনিতেই জ্বালানির মূল্য বৃদ্ধিতে বাসের সংখ্যা কমে গিয়েছে শহরে। নিত্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। তারওপর বাস মালিকদের ধর্মঘটও প্রায় রোজনামচার ঘটনা। সেক্ষেত্রে সরকারি বাসের সংখ্যা বাড়লে সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে সাধারণ মানুষ।