শুভ বিজয়া: আবার শুরু দিন গোনা, দেখে নিন ২০১৮-র পুজোর নির্ঘণ্ট
![শুভ বিজয়া: আবার শুরু দিন গোনা, দেখে নিন ২০১৮-র পুজোর নির্ঘণ্ট শুভ বিজয়া: আবার শুরু দিন গোনা, দেখে নিন ২০১৮-র পুজোর নির্ঘণ্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/30/94801-durga-puja1111-copy.jpg)
ওয়েব ডেস্ক: না চাইতেও ফুরাল নবমী নিশি। আবার শুরু দিন গোনা। বিসর্জনের বিষাদের মধ্যেই বঙ্গজোড়া উৎসবকে ফিরে পাওয়ার আর্তি। কিন্তু চাইলেই তো ফিরে আসে না সে, অপেক্ষা সালভর। ২০১৮ সালের দুর্গাপুজো কিন্তু বেশ দেরিতে।
নবমীর রাত থেকেই অনেকেই ছকতে শুরু করেছেন পরের বছরের প্ল্যান। বৃষ্টিস্নাত শারদোৎসবের বাকি হুল্লোড়টুকু চেটেপুটে নিতে হবে যে... তাদের জন্য
২০১৮ (১৪২৫ বঙ্গাব্দ)-এর দুর্গাপূজার নির্ঘণ্ট
১৫ অক্টোবর (২৮ আশ্বিন) - মহাষষ্ঠী
১৬ অক্টোবর (২৯ আশ্বিন) - মহাসপ্তমী
১৭ অক্টোবর (৩০ আশ্বিন) - মহাষ্টমী
১৮ অক্টোবর (১ কার্তিক) - মহানবমী
১৯ অক্টোবর (২ কার্তিক) - বিজয়া দশমী
২০১৮ সালে মহালয়া ৯ অক্টোবর (২২ আশ্বিন)। অপেক্ষা এবার 380 দিনের।