কার ভরসায় জিতবেন? নন্দীগ্রামে ২ লক্ষ ১৩ হাজার 'জয় শ্রী রাম' ভোট পদ্মে: Suvendu
মমতাকে শুভেন্দুর প্রশ্ন,'কার ভরসায় দাঁড়াবেন আপনি?
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোট। কীভাবে জিতবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)? শিশিরপুত্র দল ছাড়ার পরই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার খেজুরির সভায় সেই প্রশ্নই ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকাল, সোমবার নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন। কার ভরসায় এই ঘোষণা, সেই প্রশ্ন তুলে এ দিন শুভেন্দু বলেন,'পদ্ম তো ২ লক্ষ ১৩ হাজার ভোটের ভরসায়, যাঁরা জয় শ্রী রাম বলেন।'
মমতার বিরুদ্ধে আকছার সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলে বিজেপি (BJP)। নন্দীগ্রামে (Nandigram) সেই তকমা কৌশলে তৃণমূল নেত্রীর গায়ে সেঁটে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর প্রশ্ন,'কার ভরসায় দাঁড়াবেন আপনি? হিসাব তো আমার কাছে আছে। গ্রামগুলি আমি চিনি। ৬২ হাজারের ভরসায় দাঁড়াবেন?' এরপরই শুভেন্দুর (Suvendu Adhikari) সংযোজন,'পদ্ম তো ২ লাখ ১৩ হাজারের ভরসায়। যাঁরা জয় শ্রী রাম বলেন, তাঁরাই ২ লক্ষ ১৩ হাজার। ৬২ হাজারেও সিঁধ কাটব। চিন্তা আপনাকে করতে হবে না। প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটারহেড তৈরি রাখতে হবে।'
একুশের আগে মমতার একটা ঘোষণায় বদলে গিয়েছে গোটা ভোটের সমীকরণ। গতকাল তেখালির সভায় তৃণমূল নেত্রী বলেন,'আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়! একটু ইচ্ছে হল। একটু গ্রামীণ জায়গা। আমার মনের জায়গা।' তার কয়েক ঘণ্টা পরই দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) চ্যালেঞ্জ ছুড়েছেন,'নন্দীগ্রামে হাফ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।' রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রাম হয়ে উঠেছে দু'পক্ষের কাছেই সম্মানের লড়াই। ফলে ভোট যত এগোবে তত বাড়বে রাজনৈতিক উত্তেজনা।
আরও পড়ুন- একুশের আগে নন্দীগ্রামেই ফিরলেন 'অগ্নিকন্যা' Mamata