Teesta River: তিস্তা নদী থেকে ঝাঁক ঝাঁকে মাছ উঠে আসছে ডাঙায়, কারণ শুনে আঁতকে উঠছেন মানুষজন
Teesta River: মাছ ধরতে আসা এক তরুণ বলেন, আগে কখনও এমন মাছ উঠতে দেখিনি। বরোলি, খোকসা ইত্যাদি মাছ পেয়েছি
প্রদ্যুত্ দাস: জলপাইগুড়িতে তিস্তা নদী থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসছে ডাঙায়। কারণ নিয়ে ধোঁয়াশা। খবর চাউর হতেই মাছ ধরতে হিড়িক। ঠিক কী কারণে নদীর মাছ এভাবে ডাঙ্গায় উঠে আসছে তা কোনও ব্যাখ্যা দিতে পারছে না কেউ। তবে অনেকের দাবি নদীতে কোনও রাসায়নিক মিশে যাওয়ার ফলে ওই ঘটনা ঘটছে। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। নদীতে বিষ দেওয়া হতে পারে, এমন কথা শুনে আঁত্কে উঠছেন অনেকে।
আরও পড়ুন- বদলের বাংলাদেশে লাফিয়ে বাড়ল রফতানি, ডলারে আয় কত ইউনূস সরকারের?
বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠছে দেখে ওই মাছ সংগ্রহ করার জন্য এলাকায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি টের পেয়ে ব্যাগ হাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নদীতে ভেসে ওঠা প্রচুর মাছ সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। তিস্তা নদীর ধারে গিয়ে দেখা যায় এদিক ওদিক প্রচুর মরা মাছ ভেসে উঠছে। সেই মাছ ধরে নিয়ে যাচ্ছেন এলাকার কয়েকশো মানুষ। তাদের অভিযোগ, নদীর জলে সম্ভবত বিষ মেশানো হয়েছে। তিস্তা নদীতে বিষ দিয়ে মাছ মারার ফলে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। ঘটনাস্থলে খোঁজখবর নিতে মৎস্য দপ্তরের আধিকারিকরা।
মাছ ধরতে আসা এক তরুণ বলেন, জানি না কেন মাছ উঠে আসছে। আমরা তো মরা মাছ পাচ্ছি। আগে কখনও এমন মাছ উঠতে দেখিনি। প্রায় কেজি দেড়েক মাছ পেয়েছি। বরোলি, খোকসা ইত্যাদি মাছ পেয়েছি। কোনও রাসায়নিক জলে পড়ে এমন জিনিস হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)