ফের নামল পারদ, আগামী ৪৮ ঘণ্টা আরও ঠান্ডার পূর্বাভাস
ফের ভেল্কি শীতের। একধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ফের তাপমাত্রা নামল বারোর কোটায়।
নিজস্ব প্রতিবেদন : ফের ভেল্কি শীতের। একধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ফের তাপমাত্রা নামল বারোর কোটায়।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কিন্তু আজ রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টাও তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির আশপাশেই। ফলে ঠান্ডা থাকছেই। উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার কারণেই তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন, চালের জন্য রাজ্যের দ্বারস্থ কেন্দ্র, খাদ্য সচিবকে চিঠি এফসিআই চেয়ারম্যানের
একইসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘন কুয়াশা থাকবে। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই কুয়াশা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশকিছু জেলাতে কুয়াশা থাকবে।