হুগলির কোন্নগরে 'বাঘ'? সিসিটিভি ফুটেজ ঘিরে জোর চাঞ্চল্য

রাতের অন্ধকারে গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে...

Updated By: Jan 20, 2020, 02:43 PM IST
হুগলির কোন্নগরে 'বাঘ'? সিসিটিভি ফুটেজ ঘিরে জোর চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন : দুলকি চালে হেঁটে চলে যাচ্ছে এটাকে? দক্ষিণরায় নয় তো? ডোরাকাটা দাগ দেখে তো 'বাঘ' বলে মনে হচ্ছে! রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মিনিডোর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি... কয়েক সেকেন্ডের এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর সেই ছবি সামনে আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও, এটি বাঘরোল বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বন দফতর।

হুগলির কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বাসাই এলাকায় নাকি 'বাঘ' দেখা গিয়েছে! এমন কথা চাউর হতেই লাঠিসোটা নিয়ে জঙ্গলে 'বাঘ' খুঁজতে বেরিয়ে পড়ে ছেলে ছোকরার দল। যদিও 'তার' দেখা মেলেনি। খবর দেওয়া হয় বন দফতরকে। সিসিটিভিতে দেখতে পাওয়া জন্তুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, নষ্ট সিমেন্টের সঙ্গে রাসায়নিক-গঙ্গা মাটি মিশিয়েই চলত বিক্রি, পর্দাফাঁস ভুয়ো কারখানার

আরও পড়ুন, বুলবুলের ক্ষতিপূরণের টাকা চাইতে যান গৃহবধূ! বাংলোয় তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ' তৃণমূল কর্মীর

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রিষড়ার বাগখাল এলাকায় একটি বাঘরোল, চলতি কথায় যাকে বলে মেছোবিড়াল দুর্ঘটনায় মারা যায়। নিহত বাঘরোলটি আকারে বেশ বড়সড় ছিল। তার আকৃতি দেখে স্থানীয় বাসিন্দারা অনেকেই 'বাঘ' ভেবে ভুল করেছিল। এবারও কানাইপুরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়া প্রাণীটিকে 'বাঘ' ভেবে হইচই জুড়ে দেয় স্থানীয়রা পরে বন দফতর থেকে স্পষ্ট জানিয়ে দেয় যে, প্রাণীটি একটি বাঘরোল।

.