Pratul Mukhopadhyay: ডিঙ্গা ভাসিয়ে লাল টুকটুকে দিন আনতে পাড়ি দিলেন 'গানওলা' প্রতুল...

Pratul Mukhopadhyay Death: দীর্ঘদিনের লড়াই শেষ হল। ৮৩ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। 

Updated By: Feb 15, 2025, 09:06 PM IST
Pratul Mukhopadhyay: ডিঙ্গা ভাসিয়ে লাল টুকটুকে দিন আনতে পাড়ি দিলেন 'গানওলা' প্রতুল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। SSKM হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।

বছর শুরুতেই জানা গিয়েছিল, সঙ্গীতশিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন 'আমি বাংলার গান গাই' -র স্রষ্টা। এর পর তাঁকে পরীক্ষা করে দেখেন স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা। হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:Terrible Road Accident: কুম্ভে ডুব দেওয়ার আগেই সব শেষ! বাস-গাড়ির ভয়ংকর সংঘর্ষে মৃত ১০ পুণ্যার্থী...

হাসপাতাল সূত্রে জানা যায়, অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠে। 

১৯৪২ সালে অবিভক্ত বাংলার বরিশালে প্রতুলের জন্ম। তাঁর বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। দেশভাগের সময় সপরিবার ভারতে চলে আসেন তিনি। ছোটবেলা কেটেছে  হুগলি চুঁচুঁড়ায়। অল্প  বয়স থেকেই  নিজের লেখা গানে সুর দিতেন প্রতুল। অনেক গান তৈরি করেছেন, তবে  'আমি বাংলায় গান গাই' গানটি সবচেয়ে জনপ্রিয়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.