বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের 'হামলা', উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ
নির্বাচনে বিজেপির জয়লাভের পর তৃণমূল-বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে দেওচড়াই ও বক্সিরহাট এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: ভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ এলাকা।
নির্বাচনে বিজেপির জয়লাভের পর তৃণমূল-বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে দেওচড়াই ও বক্সিরহাট এলাকায়। আহত হন বেশ কয়েকজন। দেওচড়াইয়ের বক্সিরকুঠি এলাকায় বিজেপির জয়ে উল্লসিত সমর্থকরা বিজয় উত্সবে সামিল হন। অভিযোগ সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা ।
রাজ্যে দলের ভরাডুবির ময়নাতদন্তে ৬ কারণ খুঁজে বের করল তৃণমূল
এই ঘটনায় ১২জন বিজেপি কর্মী আহত হন। এই খবর পেয়েই বিজেপির কর্মীরা একত্রিত হয়ে তৃণমূলের ওপর হামলা চালায় বলে অভিযোগ। কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকও আহত হয়েছেন এই সংঘর্ষে।
আহতরা তুফানগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন। অন্যদিকে সংঘর্ষের অপর ঘটনাটি ঘটেছে বক্সিরহাট এলাকার ফলিমারিতে। এখানেও তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।