মুম্বইয়ে বিজেপি বিরোধী মিছিলে প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল
প্রজাতন্ত্র দিবসে মহারাষ্ট্রে আয়োজিত মোদী বিরোধী পদযাত্রায় প্রতিনিধি পাঠাবে তৃণমূল। দলের তরফে দীনেশ ত্রিবেদী ওই সমাবেশে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসে মহারাষ্ট্রে আয়োজিত মোদী বিরোধী পদযাত্রায় প্রতিনিধি পাঠাবে তৃণমূল। দলের তরফে দীনেশ ত্রিবেদী ওই সমাবেশে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
'সংবিধান বাঁচাও' পদযাত্রা নামে ওই মিছিল আপাতভাবে অরাজনৈতিক হলেও তার উদ্যোক্তাদের মধ্য রয়েছে কংগ্রেস, এনসিপি, সিপিআইএম ও যোগেন্দ্র যাদবের স্বরাজ পার্টি। ২৬ জানুয়ারি বিজেপির বিরোধিতায় ওই মৌন মিছিলে যোগ দেওয়ার কথা সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেদের। দক্ষিণ মুম্বইয়ের মন্ত্রালয় থেকে ছত্রপতি শিবাজি মূর্তির পাদদেশ পর্যন্ত যাবে এই মিছিল।
আরও পড়ুন - হাসপাতালের ভিতরে উদ্ধার হল WBCS আধিকারিকের ঝুলন্ত দেহ
শুধু মুম্বইয়ের মিছিলেই নয়, নয়া দিল্লিতে একই রকম মিছিলে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। বিজেপি বিরোধীশক্তিগুলিকে একজোট করতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।