হাতির হানায় গুঁড়িয়ে গেল ঘর, সাহায্য পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের

বাড়ি পরিদর্শনে যান এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা সরিতা থাপা।

Updated By: Apr 5, 2022, 12:13 PM IST
হাতির হানায় গুঁড়িয়ে গেল ঘর, সাহায্য পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: হাতির হানায় ভাঙল দুটি ঘর। কোনও রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন বাড়ির লোকজন। পৃথকভাবে দুই জায়গায় হানা দিয়ে দুটি ঘর ভেঙে দেয় হাতি। পাশাপাশি ঘরে মজুত খাদ্যদ্রব্য নষ্ট করেছে তারা। এছাড়াও আসবাবপত্রও নষ্ট করেছে বলে জানা গেছে। যাবতীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা।

জানা গিয়েছে, সোমবার রাতে মালবাজার মহকুমার চালসা সংলগ্ন গৌরীগাঁও এলাকার দেবী রাই-এর ঘর ভেঙে দেয় হাতি। এরপর হাতিটি চলে যায় সংলগ্ন কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইনে। সেখানে রঞ্জিত ওরাওঁ-এর ঘর গুঁড়িয়ে দেয়। ভোরের দিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফিরে যায় জঙ্গলে। বাসিন্দাদের অভিযোগ, রাতে এলাকায় হাতি আসলেও বনকর্মীরা আসেননি। যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ সহ রাতে এলাকায় বনকর্মীদের টহলদারি দাবি করেছেন বাসিন্দারা। বন দপ্তর সূত্রে জানা যায়, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন: Siliguri: 'আলাদা করা যাবে না', একই ওড়নার ফাঁসে আত্মঘাতী দুই বান্ধবী

পাশাপাশি এদিন, হাতির হানায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তির পাশে দাঁড়াল গ্রাম পঞ্চায়েত এবং মেটেলি ব্লক প্রশাসন। গৌরীগাঁও এলাকার দেবী রাই এর ঘর ভাঙ্গার খবর পেয়ে তার বাড়ি পরিদর্শনে যান এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা সরিতা থাপা। এরপর তিনি বিষয়টি জানান প্রধান দীপক ভুজেলকে। ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে ব্লক প্রশাসনের তরফে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সদস্যা সরিতা রাই জানান, তারা হাতির হানার বিষয়টি প্রধান এবং বি ডি ও কে জানিয়েছেন। ওই পরিবারের হাতে প্রশাসনের তরফে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)       

.