WB Assembly Election 2021: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ব্যাপক বোমাবাজিতে জখম ৬ BJP কর্মী, অভিযোগ TMCর বিরুদ্ধে
WB Assembly Election 2021: পুলিস সূত্রে খবর, বোমার আঘাতে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি করা অপরাধেই তাদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
WB Assembly Election 2021: রাজ্যে ভোট (wb Assembly Election) ঘোষণা হয়ে গিয়েছে, দুই দল তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন গতকাল। সবমিলিয়ে রাজ্যে ভোট উত্তাপ বাড়ছে। পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোরও। ভোটের আগে গোসাবার (Gosaba) আরামপুর গ্রামে ব্যাপক বোমাবাজিতে উত্তেজনা ছড়াল। পুলিস সূত্রে খবর, বোমার আঘাতে গুরুতর জখম ৬ বিজেপি (BJP) কর্মী। অভিযোগ, বিজেপি করা অপরাধেই তাদের উপর হামলা চালায় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা।
আরও পড়ুন: WB Assembly Election 2021 : বালি স্টেশনে 'অসংলগ্ন' অবস্থায় উদ্ধার নবান্ন অভিযানে নিখোঁজ দীপক পাঁজা
আহতদের অভিযোগ, শুক্রবার বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তাদের উপর হামলা করে তৃণমূলের (Trinamool) দুষ্কৃতীরা। যদিও তাঁদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোসাবা বিধানসভা (Gosaba) তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্করের অভিযোগ, এলাকার বিজেপি নেতা অরুণ প্রামাণিকের কর্মীরা অশান্তি বাঁধাতেই বোমা বাঁধছিল। আর সেই বোমার আঘাতে তারা আহত হয়েছে। তবে কী থেকে এই বিপত্তি তা খতিয়ে দেখছে পুলিস।