WB Panchayat Election 2023: বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে কত শতাংশ ভোট পড়ল? সাত জেলায় ১৫ জনের মৃত্যু

মনোনয়ন পর্ব থেকেই রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। রাজ্যের সব ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীরা দ্বারস্থ হন হাই কোর্টের। হাই কোর্ট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। জানায়, সব ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্য রাখতে হবে।

Updated By: Jul 8, 2023, 07:47 PM IST
WB Panchayat Election 2023: বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে কত শতাংশ ভোট পড়ল? সাত জেলায় ১৫ জনের মৃত্যু
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নাতির কোলে চেপে ভোট দিতে এলেন এক বৃদ্ধ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগে থেকেই আশঙ্কা ছিল। আর সেটাই হল। পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই হিংসা, খুনোখুনির অভিযোগ উঠেল ক্রমাগত। শনিবার অর্থাৎ ৮ জুলাই, বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৫১.০৬ শতাংশ।

মনোনয়ন পর্ব থেকেই রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। রাজ্যের সব ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীরা দ্বারস্থ হন হাই কোর্টের। হাই কোর্ট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। জানায়, সব ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্য রাখতে হবে। যদিও শেষ পর্যন্ত রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, ৬০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এক চতুর্থাংশ ভোটেই তারা রয়েছে। তার পরেও হিংসার অভিযোগ থামেনি।

রাজ্যের সাতটি জেলায় হিংসার জেলে প্রাণহানির অভিযোগ উঠেছে। ওই সাত জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। ব্যালট লুট, ব্যালট বাক্সে আগুন, জল ঢালার অভিযোগও উঠেছে। ভোটের দিনেও হিংসা থামেনি মুর্শিদাবাদে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত সেখানে মারা গিয়েছেন পাঁচ জন। সেখানে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। নিহত এক কংগ্রেস এবং সিপিএম কর্মীও। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নিহত তৃণমূল কর্মী। কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ইংরেজবাজারে বোমাবাজিতে নিহত তৃণমূল প্রার্থীর শাশুড়ি। নদিয়ার চাপড়ায় তৃণমূলের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোয়ালপোখরেও শাসকদলের এক কর্মী নিহত হয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিহত তৃণমূলের এজেন্ট। গোয়ালপোখরে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। নাম মহম্মদ জামিরউদ্দিন। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এদিন দুপুরে জানান, ভোটের দিন তিন জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্য পুলিসের বিষয় নির্বাচন কমিশনের কাজ ‘ব্যবস্থাপনা’। সেই কাজটা কমিশন করেছে। অশান্তির অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার এসপি, জেলাশাসককে জানিয়েছে। 

আরও পড়ুন: WB Panchayat Election 2023: ফের মৃত্যু গোয়ালপোখরে, এবার প্রাণ গেল কংগ্রেস কর্মীর...

আরও পড়ুন: WB Panchayat Election 2023: কে কাকে গুলি করে মারবে, কে তার গ্যারান্টি দেবে: কমিশন

রাজ্যের ২১টি জেলায় ভোটের হার: 

আলিপুরদুয়ার - ৬৩:১১
দক্ষিণ দিনাজপুর - ৬১:৯৩
কোচবিহার - ৬৩:৮৪
জলপাইগুড়ি - ৬২:২৪
উত্তর দিনাজপুর - ৫৬:৮৭
মুর্শিদাবাদ - ৬৫:৯৫
মালদহ - ৬৩:৪৪
পশ্চিম মেদিনীপুর - ৭৯:১৫
পুরুলিয়া - ৫৯:৮৫
বাঁকুড়া - ৫৯:৮৩
বীরভূম - ৬৮:৮৮
ঝাড়গ্রাম - ৬৪:২৬
হুগলি - ৬৫:৪৩
হাওড়া - ৬৭:৫৮
উত্তর চব্বিশ পরগনা - ৬৭;৮৮
পশ্চিম বর্ধমান - ৬৫:৮৫
নদীয়া - ৬৮:৭২
দক্ষিণ চব্বিশ পরগণা - ৬৫:৪০
পূর্ব মেদিনীপুর - ৬৭:২৩
পূব বর্ধমান - ৬৮:৯০
কালিম্পং - ৫৬:৪৯

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.