West Bengal Election 2021: আমার মাথায় পা রাখছেন দিদি, বাংলার সংস্কৃতিকে কেন অপমান করছেন: Modi

ভোটের আগে বাঁকুড়ার সভা থেকে মমতাকে নিশানা মোদীর। 

Updated By: Mar 21, 2021, 05:38 PM IST
West Bengal Election 2021: আমার মাথায় পা রাখছেন দিদি, বাংলার সংস্কৃতিকে কেন অপমান করছেন: Modi

নিজস্ব প্রতিবেদন: ব্যান্ডেজ পায়ে মমতা (Mamata Banerjee)। ফুটবলের জায়গায় 'মোদীর শির'। নির্বাচনী প্রচারে তৃণমূলের বিরুদ্ধে এমন দেওয়াল লিখনের অভিযোগ উঠেছে। সে নিয়ে 'বাংলার সংস্কৃতি'র কথা মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী (Naredra Modi)। এর পাশাপাশি মমতাকে তাঁর চ্যালেঞ্জ,'বাংলার গরিব-ভাইবোনদের লাথি মারতে দেব না।'  

বাঁকুড়ায় জনসভায় মোদী (Naredra Modi) বলেন,'দিদির লোকেরা দেওয়ালে ছবি আঁকছে। ছবিতে, আমার মাথায় পা রাখছেন দিদি। আমার মাথা দিয়ে ফুটবল খেলছেন। বাংলার মহান সংস্কৃতিকে কেন অপমান করছেন দিদি? বাংলা দেশকে দিশা দিয়েছে। এই ভূমি দেশকে উজ্জীবিত করেছে।' এরপরই মোদীর (Naredra Modi) হুঙ্কার,'বাঁকুড়া থেকে দিদিকে কয়েকটা সাফ কথা বলতে চাই, আমি নিজের শির দেশের ১৩০কোটি নাগরিকের সেবার ঝুঁকিয়ে রাখি। আমাকে ও আমার দলকে বাংলার সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সংস্কারই দিয়েছেন। দিদি আপনি আমার মাথায় পা রাখতে পারেন, লাথিও মারতে পারেন। কান খুলে শুনে রাখুন দিদি, বাংলার উন্নয়ন, মানুষের স্বপ্নে ও গরিব ভাইবোনেদের লাথি মারতে দেব না।'

নন্দীগ্রামে চোট লাগার পর হুইলচেয়ারেই সভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিনও সভায় মমতা বলেন,'তোমরা আমার পা ভেঙেছো। ভাবছো এক পায়ে কিছু করতে পারব না। এক পায়েই এমন শট মারব বাংলার বাইরে গিয়ে পড়বে।'

আরও পড়ুন- west Bengal election 2021 : হাইভোল্টেজ রবিবার, জন সংযোগ সারলেন বাবুল- সুজন-পার্থ-সেলিম

.