তৃণমূলের প্রচার গাড়িতে ভাঙচুর, দলীয় কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আহতদের মধ্যে দু-জনকে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল প্রার্থীর প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভার অন্তর্গত গড়বেতা থানার উড়াষাই এলাকায়। শালবনী বিধানসভায় বিজেপির প্রার্থী রাজীব কুণ্ডুর সামনেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর প্রচার গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ এনেছে তৃণমূলের। আহতদের মধ্যে দু-জনকে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরেই চন্দ্রকোণা রোড পুলিস বিট হাউসে তৃণমূলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও গড়বেতা থানার পুলিস। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি প্রার্থী রাজীব কুন্ডু। তার পাল্টা অভিযোগ, 'তৃণমূল আজ সকাল থেকেই ওই এলাকায় বোমাবাজি করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করার পর ওরা ভুল বুঝতে পেরে নিজেরাই প্রচার গাড়ি ভাঙচুর করে এখন বিজেপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিজেপি এরকম নোংরা রাজনীতি করে না।'