ভোট প্রবণতায় ২০০ আসন পার করল TMC, একশো টপকাতেও ব্যর্থ BJP

২৯২ আসনের মধ্যে এখনও পর্যন্ত কমিশনের কাছে এসেছে ২৮৪টির তথ্য।

Updated By: May 2, 2021, 12:48 PM IST
ভোট প্রবণতায় ২০০ আসন পার করল TMC, একশো টপকাতেও ব্যর্থ BJP

নিজস্ব প্রতিবেদন: এবার তৃণমূল ২০০ আসন পাবে বলে শুরু থেকে দাবি করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট প্রবণতায় ডবল সেঞ্চুরি করে ফেলল তাঁর দল। নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য বলছে, এখনও পর্যন্ত ২০২ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। 

২৯২ আসনের মধ্যে এখনও পর্যন্ত কমিশনের (Election Commission) কাছে এসেছে ২৮৪টির তথ্য। তার মধ্যে ২০২ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৭ আসনে। ১টি করে আসনে এগিয়ে কংগ্রেস ও রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি।

মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। এ দিন ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,'দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি।' 

আরও পড়ুন- West Bengal assembly election results 2021: একুশের ভোট তারকা প্রার্থীরা, কে এগিয়ে? কে পিছিয়ে?
     

.