Madhyamik Result 2022: চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশ ৩ জুন
Madhyamik Result 2022: মোট ১৪টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।
Updated By: May 30, 2022, 04:31 PM IST
![Madhyamik Result 2022: চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশ ৩ জুন Madhyamik Result 2022: চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশ ৩ জুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/30/377227-wbsc.jpg)
নিজস্ব প্রতিবেদন : দিন ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের। চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৩ জুন। বিবৃতি জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
কী কী?
প্রভৃতি ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয় ৭ মার্চ থেকে ১৬ মার্চ।
আরও পড়ুন, Arjun Singh: 'দাদা যেদিকে, আমরাও সেদিকে!' অর্জুন ঘাসফুলে, দু'ভাগ শ্যামনগরের শহিদ পরিবারও