Bengal Weather: শীতের পথে বাধা! বড় আপডেট দিল আবহাওয়া দফতর...
Weather Update: গাঙ্গেয় এবং উপকূল লাগোয়া বঙ্গে শীতের পথে কিছুটা বিঘ্ন। পশ্চিমের জেলায় অবাধ উত্তুরে হাওয়া। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে।
অয়ন ঘোষাল: অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হল ফিনজল। নাম দিয়েছে সৌদি আরব। ঘূর্ণীঝড়ের পরোক্ষ প্রভাব থাকবে এই রাজ্যে। সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলোতে। উপকূল এবং গাঙ্গেয় জেলায় শীতের পথে বাধা। বাড়ল রাতের তাপমাত্রা। ঊর্ধমুখী হবে দিনের পারদ।
আরও পড়ুন, Hooghly: মদের গাড়ি উল্টে মৃত ২, হুগলিতে ভয়ংকর পথ দুর্ঘটনা..
তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত। পন্ডিচেরি থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। সিভিয়ার নয়। মাঝারি শক্তির এই ঘূর্ণিঝড় শনিবার ভোরে তামিলনাড়ু উপকূলে ল্যান্ড ফল করতে পারে।
২৯ নভেম্বর নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলংকা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
গাঙ্গেয় এবং উপকূল লাগোয়া বঙ্গে শীতের পথে কিছুটা বিঘ্ন। পশ্চিমের জেলায় অবাধ উত্তুরে হাওয়া। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। উইকেন্ডে বৃষ্টি উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে।
২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে।
উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার সম্ভবনা দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। এই প্রবণতা আগামী মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে।
ডিসেম্বরের ৯ বা ১০ তারিখের আগে নতুন করে খুব উল্লেখ্যযোগ্য পারদ পতনের সম্ভবনা প্রায় নেই। আগামী ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের ৩০ তারিখ রাতের তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। কাল থেকে কলকাতার আকাশ মেঘলা। রাতের তাপমাত্রা ১৭.২ থেকে বেড়ে ১৮.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ থেকে বেড়ে ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বেড়ে ৫১ থেকে ৯৫ শতাংশ।
আরও পড়ুন, Jalpaiguri: হাত-পা ছাড়াই চলছে জীবন যুদ্ধের লড়াই!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)