ED Raids in Kolkata: চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের সক্রিয় ইডি, সাতসকালে শহরের একাধিক জায়গায় হানা...

Chit Fund Scam: চিটফান্ড দুর্নীতির তদন্তে তৎপর ইডি। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির।

Updated By: Nov 26, 2024, 09:27 AM IST
ED Raids in Kolkata: চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের সক্রিয় ইডি, সাতসকালে শহরের একাধিক জায়গায় হানা...
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: চিট ফান্ড কাণ্ডে দুরন্ত অ্যাকশন ইডি। প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড আর্থিক দুর্নীতি কাণ্ডে শহর ও শহরতলীতে ইডি অভিযান। এই কোম্পানি দিল্লিতে নিজের কর্মকাণ্ড শুরু করে। সেই কোম্পানির আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয় ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি অভিযান। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভীক বাগচীর বাবা বাসুদেব বাগচীকেও এর আগে একবার সিবিআই গ্রেফতার করেছিল।

আরও পড়ুন, Jadavpur University: খাতা না দেখেই নম্বর? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে শোকজ!

অভিকের বাবা বাসুদেব বাগচী এই কোম্পানির সিএমডি। এই মুহূর্তে নিউ আলিপুরে যে ফ্ল্যাটে ইডি ঢুকেছে সেটি বাগচীদের ফ্ল্যাট। অভীক এবং বাসুদেব ২০১৭ সালে সিবিআই এর হাতে গ্রেফতার হন। প্রয়াগ নামক এই সংস্থা রেজিস্টার হয়েছিল ১৯৯৭ সালে। এরপর এটি অর্থলগ্নি সংস্থা হয়ে ওঠে ২০০২  সালে। এর আগে এই ঘটনার তদন্ত করে সিবিআই। ২০১৭ সালে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচী ও তার পুত্র অভিক বাগচীকে গ্রেফতার করে। সিবিআই তদন্তে জানতে পারে, এই সংস্থার সব থেকে বেশি বাড়বাড়ন্ত হয়েছিল রাজ্যে সরকার পালাবদলের পর।

২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রয়াগ নামক এই ভুয়ো অর্থ লগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে। প্রায় দু হাজার কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেয়। ২০১২ সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়। সেই বছরেই জোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে ৭০ বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামে একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট।

যেখানে রয়েছে একাধিক ব্যাংকয়েট, সুইমিং পুল, ক্যাফে, ওপেন লাউঞ্জ এবং ৭ টি বাগান। যার একরাতের ভাড়া টেক্কা দেবে শহরের যে কোনও পাঁচ তারা হোটেলকে। সেই রিসর্টেই আজ হানা ইডি। শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠতার সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব বাগচীর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফিল্মসিটি তৈরি করার নামে ৪০০ একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। যার মধ্যে সরকারি জমি, পাট্টা জমি ছিল। ৪০০ একর জমিতে ফ্লিমসিটি তৈরি করলেও, রেজিস্ট্রি করা হয়েছে মাত্র ৫০ একর জমির। এই ফিল্ম সিটি ২০১২ সালে এক স্বনামধন্য বলিউড তারকা উদ্বোধন করেছিলেন।

আরও পড়ুন, Kultali Incident: মারধর, ২ লক্ষ টাকার জন্য অত্যাচার! নাবালিকা গৃহবধূকে খুনের অভিযোগ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.