Weather Today: জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে উত্তরবঙ্গ
কলকাতার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির কমার আপাতত কোনও লক্ষণ নেই। বরং দুই বঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হলেও তা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। পাটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরে বেশ কিছুদিন বৃষ্টি বিপর্যয়ে কাটাতে হতে পারে রাজ্যকে।
কলকাতার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, কালিমপংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগে জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভিড় মহিলাদের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে নদীর জলস্তরও। নিচু এলাকাগুলি ফের প্লাবিত হবে এমন আশঙ্কা রয়েছে। হলুদ সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হলুদ সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।
এদিকে আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ সকাল থেকেই মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ এক দু'পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৮৪ শতাংশ। বৃষ্টির সতর্কতার জেরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের।