Fraud: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার ২২ লক্ষ টাকার প্রতারণা! পুলিসের দ্বারস্থ মহিলা

পুলিস সূত্রে খবর, খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুরনো রাসখোলা এলাকার বাসিন্দা ওই মহিলা। বাবা চাকরি করতেন রাজ্য পুলিসে। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, বাবার মৃত্যুর পর নিজেদের বাড়ি বিক্রি করে দেন তিনি এবং ২৫ লক্ষ টাকা জমা রাখেন ব্যাঙ্কে।

Updated By: Dec 21, 2023, 06:56 PM IST
Fraud: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার ২২ লক্ষ টাকার প্রতারণা! পুলিসের দ্বারস্থ মহিলা

বরুণ সেনগুপ্ত: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার প্রতারণা! ২২ লক্ষ টাকা খোয়া গেল মহিলার। সঙ্গে 'প্রাণনাশের হুমকি'। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ও তাঁর পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহে। 

আরও পড়ুন:  Raigunj: পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে মহিলা ও এক ব্যক্তিকে মারধর গ্রামবাসীদের!

পুলিস সূত্রে খবর, খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুরনো রাসখোলা এলাকার বাসিন্দা ওই মহিলা। বাবা চাকরি করতেন রাজ্য পুলিসে। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, বাবার মৃত্যুর পর নিজেদের বাড়ি বিক্রি করে দেন তিনি এবং ২৫ লক্ষ টাকা জমা রাখেন ব্যাঙ্কে।

ওই মহিলার দাবি, তাঁর সঙ্গে বেশ কয়েক বছর ধরে মেলামেশা করেছেন ইন্দ্রনীল ঘোষের নামে এক ব্য়ক্তি। তাঁর বাড়ি যাদবপুরে। নিজেকে প্রোডাকশন হাউসের মালিক বলে পরিচয় দিয়েছিলেন ইন্দ্রনীল। অভিযোগকারিনীকে নাকি বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি! পরে পরিবারের লোকেরা যখন জানতে পারেন ইন্দ্রনীল বিবাহিত, তখন ওই মহিলার অ্য়াকাউন্ট থেকে ওই যুবক দফায় দফায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  West Bengal Weather Update: গরম বাড়ছে! উষ্ণ বড়দিন কি আবার বৃষ্টির কবলেও পড়বে?

তারপর? ওই মহিলার দাবি, ঘটনাটি জানাজানির হওয়ার পর তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন ইন্দ্রনীল। অভিযোগ দায়ের করা হয় খড়দহে থানায়। কিন্তু পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.