Baruipur: ৮ মাসের 'সংসারে' ইতি! মহিলাকে কামড় দিয়ে পগারপার প্রেমিক...

Canning: মিসড কলের সূত্রে জামাল উদ্দিন মোল্লা নামে এক যুবকের সঙ্গে নতুন করে শুরু হয় প্রেমপর্ব। দীর্ঘ প্রায় আট মাস হবু স্বামীর সঙ্গে ক্যানিংয়ের তালদি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।  অভিযোগ মহিলাকে বেধড়ক মারধর করে এবং তাঁর শরীরের একাধিক জায়গায় কামড় দেয়। 

Updated By: Jan 10, 2025, 02:58 PM IST
Baruipur: ৮ মাসের 'সংসারে' ইতি! মহিলাকে কামড় দিয়ে পগারপার প্রেমিক...

প্রসেনজিত্‍ সর্দার: মোবাইলের মিসড কল! বিয়ের প্রতিশ্রুতি পেয়ে প্রেমিকের হাত ধরে সংসার ছেড়েছিলেন বিবাহিত মহিলা। দীর্ঘস্থায়ী হয়নি দাম্পত্য। মাত্র ৮ মাসের অস্থায়ী সংসার। অভিযোগ, বেধড়ক মারধর করে কামড় দিয়ে পগারপার হল প্রেমিক স্বামী। এমনই ঘটনা ঘটেছে ক্যানিংয়ের তালদি এলাকায়। পুলিসের দ্বারস্থ হয়েছেন ইসমা খাতুন নামে ওই বধূ।

জানা গিয়েছে, জীবনতলা থানার অন্তর্গত দেউলি ২ পঞ্চায়েত এলাকার বাসিন্দা ইসমা খাতুন। গত চার বছর আগে ওই এলাকার রিয়াজুল মোল্লার সঙ্গে বিয়ে হয়। বছর তিন বয়সের এক কন্যা রয়েছে দম্পতির। গত প্রায় আট মাস আগে অপরিচিত নম্বর থেকে ওই বধূর ফোনে মিসড কল আসে। মিসড কলের সূত্রে জামাল উদ্দিন মোল্লা নামে এক যুবকের সঙ্গে নতুন করে শুরু হয় প্রেমপর্ব। প্রেমপর্ব গাঢ় হতেই জামাল বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। জামালের হাত ধরে একরত্তি শিশু কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন ওই মহিলা।

আরও পড়ুন:Medinipur Medical: মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে মৃত প্রসূতি, আশঙ্কাজনক ৩! তত্‍পর স্বাস্থ্যভবন...

দীর্ঘ প্রায় আট মাস হবু স্বামীর সঙ্গে ক্যানিংয়ের তালদি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ গত এক সপ্তাহ আগে ওই মহিলা জামালকে বিয়ে করার জন্য চাপ দেয়। বিয়ে করতে অস্বীকার করে জামাল। অভিযোগ মহিলাকে বেধড়ক মারধর করে এবং তাঁর শরীরের একাধিক জায়গায় কামড় দেয়। পাশাপাশি তাঁর কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে অন্যত্র পালিয়ে যায়। ঘটনার পর গুরুতর জখম মহিলা চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে যায়। আহত ইসমা খাতুন জানিয়েছেন, 'জামাল উদ্দিন মোল্লার সঙ্গে ফোনে আলাপ হয়। আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। আট মাস ভাড়া ঘরে নিয়ে রেখেছিল। বিয়ের জন্য চাপ দিয়ে আমাকে মারধর করে দেহের বিভিন্ন অংশে কামড় দেয়। পঞ্চাশ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রতারণ করে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে পুলিসে অভিযোগ দায়ের করেছি।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.