জল-জঙ্গলের অধিকার থাকবে আদিবাসী মানুষের হাতে। এই শপথ নিয়েই মধ্যপ্রদেশ থেকে ভাগ করা হয়েছিল ছত্তিশগড়কে। অথচ রাজ্য ভাগের ১৩ বছর পরও ছটি নদী বিক্রি হয়ে গিয়েছে বেসরকারি সংস্থার হাতে। নতুন রাজধানী শহর গড়তে অধিগৃহীত হয়েছে আট হাজার হেক্টর কৃষি জমি। বিনিময়ে কৃষকরা প্রায় কিছুই পাননি।