গুগল বিজ্ঞান মেলায় পুরস্কার জিতলেন ওড়িশার নবম শ্রেণীর ছাত্রী ললিতা

ক্যালিফোর্নিয়ায় গুগল বিজ্ঞান মেলায় পুরস্কার জিতলেন ওড়িশার নবম শ্রেণীর ছাত্রী ললিতা প্রসিদা শ্রীপদ শ্রীসাই। পকেটসই জল পরিশোধন যন্ত্র বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কোরাপুটের নবম শ্রেণীর এই ছাত্রী। দশ হাজার মার্কিন ডলার জেতার পাশাপাশি আগামী এক বছর প্রজেক্টের কাজ শেষ করতে ললিতাকে সহায়তা করবে গুগল। ললিতার পুরস্কার জেতার খবরে উচ্ছসিত তাঁর স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

Updated By: Sep 24, 2015, 08:36 AM IST
গুগল বিজ্ঞান মেলায় পুরস্কার জিতলেন ওড়িশার নবম শ্রেণীর ছাত্রী ললিতা

ওয়েব ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় গুগল বিজ্ঞান মেলায় পুরস্কার জিতলেন ওড়িশার নবম শ্রেণীর ছাত্রী ললিতা প্রসিদা শ্রীপদ শ্রীসাই। পকেটসই জল পরিশোধন যন্ত্র বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কোরাপুটের নবম শ্রেণীর এই ছাত্রী। দশ হাজার মার্কিন ডলার জেতার পাশাপাশি আগামী এক বছর প্রজেক্টের কাজ শেষ করতে ললিতাকে সহায়তা করবে গুগল। ললিতার পুরস্কার জেতার খবরে উচ্ছসিত তাঁর স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

ডিপিএস দামানজোড়ির হেজমাস্টার জানিয়েছেন, ললিতাকে স্বাগত জানাতে স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন তাঁরা। ললিতার তৈরি জল পরিশোধন যন্ত্র ব্যাপক হারে উত্‍পাদন করা হলে দক্ষিণ ওড়িশার গ্রামগুলির খুব উপকার হবে বলে জানান তিনি।

.