BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ!
BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ। BSNL-এর বিরুদ্ধে ট্রাইয়ের কাছে আবেদন জমা পড়েছে। আবেদন করেছে দ্যা সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা (COAI)। তাদের দাবি অবিলম্বে বন্ধ করতে হবে BSNL-এর অ্যাপ ভিত্তিক কলিং সার্ভিস। আর সেই জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ করুক ট্রাই।
ওয়েব ডেস্ক : BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ। BSNL-এর বিরুদ্ধে ট্রাইয়ের কাছে আবেদন জমা পড়েছে। আবেদন করেছে দ্যা সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা (COAI)। তাদের দাবি অবিলম্বে বন্ধ করতে হবে BSNL-এর অ্যাপ ভিত্তিক কলিং সার্ভিস। আর সেই জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ করুক ট্রাই।
নতুন এই পরিষেবায় গ্রাহকরা তাঁদের স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে BSNL ব্রডব্যান্ডের সঙ্গে কানেক্টের মাধ্যমে কল করতে ও রিসিভ করতে পারবেন। এরসঙ্গে মোবাইল সার্ভিস বা হ্যান্ডসেটের সিমের কোনও যোগ থাকবে না। COAI-এর বক্তব্য, এভাবে অ্যাপের মাধ্যমে কলিংয়ের কোনও ছাড়পত্র নেই। এবং এটা 'ইন্টারনেট টেলিফোনি'ও নয়। এরফলে অন্য টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলি ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন, এয়ারটেল ও ভোডাফোনে আর এই সুবিধা থাকছে না!