Twitter Down: মাস্ক-জমানায় জেরবার ট্যুইটার, ফের ব্যাহত পরিষেবা!
কোনও কোনও ট্যুইটার ব্যবহারকারীকে জানানো হয় যে ট্যুইটার তার সামর্থ্য পেরিয়ে গিয়েছে। একটি পপ আপ বার্তায় এই কথা জানানো হয় তাঁদেরকে। সূত্রের খবর, এলন মাস্ক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার ট্যুইটার ডাউন হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector.com এর মাধ্যমে জানা গিয়েছে, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার ডাউন ছিল বুধবার। এর ফলে হাজার হাজার ব্যবহারকারীর সমস্যার সম্মুখীন হন। মোবাইল এবং ডেস্কটপ এই জায়গা থেকেই ব্যবহারকারীরা সাইটটি অ্যাক্সেস করতে পারেনি বা। প্রতিবার তাঁরা পপ-আর বার্তা পেয়েছিলেন।
এউরপিয় সময় সঙ্গে ৭.৪০ মিনিট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ১০,০০০ জনেরও বেশি ব্যবহারকারী এই সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট ব্যবহার করার বিষয়ে সমস্যার কথা জানিয়েছেন। যদিও কিছু ব্যবহারকারী বলেছেন যে তারা স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হএ গিয়েছেন। অন্যরা অভিযোগ করেছে যে তাদের ট্যুইটার নোটিফিকেশনগুলি কাজ করছে না।
কোনও কোনও ট্যুইটার ব্যবহারকারীকে জানানো হয় যে ট্যুইটার তার সামর্থ্য পেরিয়ে গিয়েছে। একটি পপ আপ বার্তায় এই কথা জানানো হয় তাঁদেরকে। সূত্রের খবর, এলন মাস্ক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার ট্যুইটার ডাউন হয়েছে।
আরও পড়ুন: OnePlus Ace 2: ৫০ MP ক্যামেরা থেকে ৫০০০ mAh ব্যাটারি! এবার সাধ্যের মধ্যেই স্বপ্নপূরণ
একাধিকবার রিফ্রেশ করা সত্ত্বেও এরর বার্তাটি বার বার দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। ডাউনডিটেক্টর হল একটি প্ল্যাটফর্ম যা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ওয়েবসাইটকে ট্র্যাক করে। কোনও একটি ওয়েবসাইট কাজ করছে কি না তার একটি অনুমান দেয় এই সংস্থা।
আরও পড়ুন: Jio Rs 749 Plan: টানা ৯০ দিন আনলিমিটেড কল-দৈনিক ২ জিবি ডেটা, বাজারে এল নতুন প্ল্যান
বুধবার কয়েক ঘণ্টার প্রযুক্তিগত ত্রুটির পর, বৃহস্পতিবার সকালে ট্যুইটার ধীরে ধীরে ছন্দে ফিরে আসে।
ট্যুইটারের সিইও এলন মাস্ক এই প্ল্যাটফর্মে আপগ্রেডের আরেকটি পরিকল্পনা করেছেন। মাইক্রোব্লগিং সাইটে টেসলার সিইও লিখেছেন, ‘ব্যাকএন্ড সার্ভারের আর্কিটেকচারে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে’।
আপডেটটির পরেই বৃহস্পতিবার ভোরের দিকে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের বিভ্রাট ঘটে। অন্য দিকে, মাল্টি-বিলিওনেয়ার বুধবার ঘোষণা করেছেন যে নতুন ট্যুইটার নীতি শুধুমাত্র বিজ্ঞানকে অনুসরণ করবে না, যুক্তিসঙ্গতভাবে বিজ্ঞানকে প্রশ্নও করবে।