ভারতে ডিজিটাল টেলিভিশনের বিপ্লব আনতে নেটফ্লিক্সের নয়া উদ্যোগ

দুনিয়াটা বোকা বাক্সে নয় এবার স্মার্টফোনে বন্দি হবে। অবশেষে বুধবার ভারতে ডিজিটাল টেলিভশন স্ট্রিমিং চালু করল নেটফ্লিক্স। যাঁরা ঘরে বসে টেলিভিশন দেখার থেকে অনলাইনে সিনেমা, সিরিয়াল দেখতে বেশি পচ্ছন্দ করেন তাঁদের কাছে সোনায় সোহাগা। কারণ, নেটফ্লিক্স দিচ্ছে বিভিন্ন প্যাকেজে একাধিক উইনডো। সাবস্ক্রিপশন করার পর প্রথম মাস সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন।

Updated By: Jan 7, 2016, 04:39 PM IST
ভারতে ডিজিটাল টেলিভিশনের বিপ্লব আনতে নেটফ্লিক্সের নয়া উদ্যোগ

ওয়েব ডেস্ক: দুনিয়াটা বোকা বাক্সে নয় এবার স্মার্টফোনে বন্দি হবে। অবশেষে বুধবার ভারতে ডিজিটাল টেলিভশন স্ট্রিমিং চালু করল নেটফ্লিক্স। যাঁরা ঘরে বসে টেলিভিশন দেখার থেকে অনলাইনে সিনেমা, সিরিয়াল দেখতে বেশি পচ্ছন্দ করেন তাঁদের কাছে সোনায় সোহাগা। কারণ, নেটফ্লিক্স দিচ্ছে বিভিন্ন প্যাকেজে একাধিক উইনডো। সাবস্ক্রিপশন করার পর প্রথম মাস সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন।

নেটফ্লিক্স কেন?

স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট যেকোনও মাধ্যমে দেখতে পাবেন নেটফ্লিক্সের নিজস্ব শো। এছাড়াও তাদের লাইব্রেরি থেকে দেখানো হবে বিভিন্ন স্বাদের সিনেমা।

সাবস্ক্রিপশন প্ল্যান- প্রথম মাস ফ্রি। দ্বিতীয় মাস থেকে প্ল্যান অনুযায়ী নেটফ্লিক্সে ভিডিও দেখতে পাবেন। নেটফ্লিক্সে তিন রকম প্ল্যান রয়েছে। বেসিক প্ল্যান ৫০০ টাকার। একটাই স্ক্রিনে দেখতে পাবেন সমস্ত অনুষ্ঠান। স্ট্যান্ডার্ড প্ল্যান ৬৫০ টাকার। সেখানে আপনি দুটো স্ক্রিন পাবেন আর প্রিমিয়াম প্ল্যানে পাবেন ৪ স্ক্রিন মাত্র ৮০০ টাকায়।

ভিডিও- স্ট্যান্ডার্ড প্ল্যানে HD পিকচার দেখতে পাবেন। তবে নেটফ্লিক্স গ্রাহকরা প্রিমিয়ামে আলট্রাHD(4k) ছবি পাবেন।

.