Jio 'ফ্রি' ফোনের জন্য ৩ বছরে পকেট থেকে কত খসবে জানেন? হিসাব করে বুকিং করুন
ওয়েব ডেস্ক: জিও 'ফ্রি' ফোনের জন্য তিন বছরে আপনাকে কত টাকা ব্যয় করতে হবে আপনি জানেন? আগে সমস্ত খরচ হিসাব নিকেশ করে তবেই বুক করুন। এক হিন্দি দৈনিকের ফিনান্সিয়াল এক্সপার্ট এই বিষয়ে বেশ কয়েকটি তথ্য দিয়েছেন। আগে বিস্তারিত এই খবরগুলি জেনে নিন..
প্রথমত, ফোনটি নেওয়ার সময়ে আপনাকে দিতে হবে ১৫০০ টাকা। এরসঙ্গে ১৫৩ টাকার রিচার্জ করেন, তাহলে শুরুতেই আপনাকে দিতে হবে ১৬৫৩ টাকা।
দ্বিতীয়ত, আপনি যদি ১৫৩ টাকার রিচার্জ করেন, তাহলে ৩৬ মাসে ১৫৩x ৩৬= ৫৫০৮ টাকার রিচার্জ আপনাকে করতে হবে।
তৃতীয়ত, প্রতি মাসে ৩০৯ টাকার রিচার্জ করলে আপনাকে দিতে হবে৩০৯ x ৩৬= ১১,১২৪ টাকা।
চতুর্থত, প্রতি মাসে ৫০৯ টাকার রিচার্জ করলে আপনাকে দিতে হবে ৫০৯ x ৩৬= ১৮,৩২৪ টাকা।
পঞ্চমত, জিও ফোনে টিভি ও ভিডিও দেখা যাবে। এর জন্য বিশেষ রিচার্জ করতে হবে। সর্বভারতীয় ওই হিন্দি দৈনিকের ফিনান্সিয়াল এক্সপার্ট জানাচ্ছেন, তাহলে ওই রিচার্জ যদি করা হয় তাহলে ৩৬ মাসে আনুমানিক ২০ হাজার টাকা খরচ হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে রিলায়েন্স জিও-র ১২০ কোটি গ্রাহক রয়েছে। তিন বছর বাদে গ্রাহকদের ১৫০০ টাকা করে ফিরিয়ে দিলেও জিও ফোন থেকে যথেষ্ট পরিমাণ লাভ করতে পারবে মুকেশ আম্বানীর সংস্থা।