মঙ্গলের চারদিকে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে ব্যস্ত নাসা
এই মুহূর্তে লালগ্রহে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে বেশ ব্যস্ত নাসা। গত বছরই মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে আরও দুটি ওরবাইটার। মহাকাশযান গুলির মধ্যে কোনও ধরণের সংঘর্ষ প্রতিরোধ করতে নাসা ট্রাফিক মনিটারিং প্রসেসকে আরও জোরদার করতে উঠে পড়ে লেগেছে।
ওয়েব ডেস্ক: এই মুহূর্তে লালগ্রহে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে বেশ ব্যস্ত নাসা। গত বছরই মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে আরও দুটি ওরবাইটার। মহাকাশযান গুলির মধ্যে কোনও ধরণের সংঘর্ষ প্রতিরোধ করতে নাসা ট্রাফিক মনিটারিং প্রসেসকে আরও জোরদার করতে উঠে পড়ে লেগেছে।
মার্স অরবাইটারগুলি যাতে কোনওভাবেই একটি আর একটির খুব কাছে চলে আসতে না পারে সেই জন্য মার্কিন এই স্পেস এজেন্সিটি ট্রাফিক মনিটারিং সিস্টেম ও যোগাযোগ ব্যবস্থাকে সাজিয়ে তুলতে মহড়া চালাচ্ছে।
এই মুহূর্তে মঙ্গলের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে পাঁচটি সক্রিয় মহাকাশযান।
নাসার মার্স অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভোলিউশন, ইএসএ-এর মার্স এক্সপ্রেস, নাসার মার্স ওডিসি ও মার্স রেকোনাইসেন্স অরবাইটার সঙ্গে রয়েছে ভারতের মার্স অরবাইটারও।
এই সংঘর্ষ-বিলোপ পদ্ধতির সঙ্গে সঙ্গেই নাসা চাইছে তাদের নয়া মহাকাশযান মার্স গ্লোবালের জন্যও আনুমানিক পথ ঠিক করে ফেলতে।