আগামী মাসেই ভারতে লঞ্চ করছে Oppo Reno 3 Pro
দেখে নিন Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন...
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=f8x2KbO2)
![আগামী মাসেই ভারতে লঞ্চ করছে Oppo Reno 3 Pro আগামী মাসেই ভারতে লঞ্চ করছে Oppo Reno 3 Pro](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/17/234899-oppo-reno-3-pro.jpg)
নিজস্ব প্রতিবেদন: দুর্দান্ত কিছু ফিচার নিয়ে ২ মার্চ ভারতে লঞ্চ করছে Oppo Reno 3 Pro। এমনটাই ঘোষনা করলো চিনের এই কোম্পানি। গত বছর ডিসেম্বরেই চিনে লঞ্চ করে গিয়েছে এই ফোনটি। দেখে নিন Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন...
Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন:
এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি কার্ভড 90Hz ডিসপ্লে।
ফোনের ভেতরে থাকছে Snapdragon 765G চিপসেট, ৮ জিবি RAM, ১২৮ জিবি স্টোরেজ।
এতে থাকছে মোট ৬টি ক্যামেরা। যার মধ্যে পিছনে থাকছে ৪টি ক্যামেরা ও সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের নিচে থাকছে ২টি ক্যামেরা।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস OnePlus 8-এর একাধিক ফিচার!
সেলফি ক্যামেরা হচ্ছে ৪৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা। এছাড়াও ব্যাক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। আরও থাকছে ১৩, ৮, ২ মেগাপিক্সেল ক্যামেরা। যার মধ্যে থাকছে টেলি-ফটো ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও মোনোক্রোম সেন্সর।
চিনে এই ফোন 5G-সহ লঞ্চ করলেও ভারতে এই ফোন লঞ্চ করবে 4G ভেরিয়েন্টে।