সুপ্রিম কোর্টকে কাগজহীন করার পদক্ষেপ মোদীর

সুপ্রিম কোর্টকে কাগজহীন করার লক্ষ্যে ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (আইসিএমআইএস) চালু করলেন নরেন্দ্র মোদী। এই ব্যবস্থার মাধ্যমে মামলা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় নথি দেখার সুবিধা পাবেন। দেশের প্রধান বিচারপতি জেএস কেহরের মতে, এই অত্যাধুনিক ব্যবস্থা সামগ্রিকভাবে স্বচ্ছতা নিয়ে আসবে, স্বজন পোষনের প্রবনতা কমাবে এবং 'রিয়েল টাইমে' প্রতিটি মামলার অগ্রগতি সম্পর্কেও জানাবে।

Updated By: May 10, 2017, 05:48 PM IST
সুপ্রিম কোর্টকে কাগজহীন করার পদক্ষেপ মোদীর

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টকে কাগজহীন করার লক্ষ্যে ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (আইসিএমআইএস) চালু করলেন নরেন্দ্র মোদী। এই ব্যবস্থার মাধ্যমে মামলা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় নথি দেখার সুবিধা পাবেন। দেশের প্রধান বিচারপতি জেএস কেহরের মতে, এই অত্যাধুনিক ব্যবস্থা সামগ্রিকভাবে স্বচ্ছতা নিয়ে আসবে, স্বজন পোষনের প্রবনতা কমাবে এবং 'রিয়েল টাইমে' প্রতিটি মামলার অগ্রগতি সম্পর্কেও জানাবে।

এদিকে, রাজ্য থেকে মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষা পরিচালন বোর্ড তুলে দেওয়ার পরিকল্পনায় অসম সরকার। অসম বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্ম্মা জানিয়েছেন, "আমরা মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষাঙ্গনগুলিকে মূল ধারার আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে চাই। তাই ওই বোর্ডগুলি তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে"।  (আরও পড়ুন- 'গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো, বিয়ারের বোতল'!)

.