এক ঝাঁক চমক নিয়ে আসছে Realme-র প্রথম ফিটনেস ব্যান্ড
রানিং, বাইকিং, ওয়াকিং ও ক্রিকেট মোড ছাড়াও আরও ৫টি বিশেষ মোড রয়েছে এই ব্যান্ডে।
নিজস্ব প্রতিবেদন: লঞ্চ করতে চলেছে Realme-র প্রথম ফিটনেস ব্যান্ড। ৫ মার্চ Realme 6 সিরিজের ফোনের সঙ্গেই বাজারে আসছে Realme-র প্রথম ফিটনেস ব্যান্ড। Realme India-র CEO মাধব শেঠের কথা অনুযায়ী, ৫ মার্চ মেগা ইভেন্টে লঞ্চের পর “Hate-to-wait” সেলের মাধ্যমে পাওয়া যাবে এই ব্যান্ড।
রানিং, বাইকিং, ওয়াকিং ও ক্রিকেট মোড ছাড়াও আরও ৫টি বিশেষ মোড রয়েছে এই ব্যান্ডে। ভারতে ক্রিকেটের জনপ্রিয়তাকে মাথায় রেখে ভারতে প্রথম কোনও ফিটনেস ব্যান্ডে ক্রিকেট মোড নিয়ে এসেছে Realme। Realme-র এই ব্যান্ডে থাকছে IP68 ওয়াটার রেসিসট্যান্ট সার্টিফিকেশন।
আরও পড়ুন: চুরি, হ্যাকার হানার মতো বিপদ থেকে বাঁচতে WhatsApp-এ অবশ্যই এড়িয়ে চলুন এই ৭টি ভুল
বাকি সব চলতি ব্যান্ডের মতো এই ব্যান্ড চার্জ করতে লাগবে না অন্য কোনও কেবেল, সরাসরি USB কেবলেই কানেক্ট করেই চার্জ করা যাবে এই ব্যান্ড। সংস্থার সূত্রে আগেই জানানো হয়েছে এই ব্যান্ডে থাকছে রিয়েল টাইম হার্ট মনিটর। এই ব্যান্ড পাওয়া যাবে কালো, হলুদ ও সবুজ রঙের ভেরিয়েন্টে।