ফ্রি'র দিন শেষ, এবার জিও পরিষেবায় লাগবে টাকা
৩১ মার্চের পর থেকে আর ফ্রি থাকছে না রিলায়েন্স জিও। একটানা ৬ মাস ফ্রি অফার দেওয়ার পর এবার মুনাফা করার পথে হাঁটছে মুকেশ আম্বানির টেলিকম নেটওয়ার্ক সংস্থা রিলায়েন্স। মার্চের পর জিও পরিষেবা উপভোগ করতে হলে প্রত্যেক গ্রাহককেই খরচ করতে হবে নূনতম ১০০ টাকা। এপ্রিল, মে, জুন এই তিন মাস জিও পরিষেবা পেতে হলে ১০০ টাকা খরচ করতেই হবে। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চের পর থেকেই জিও থেকে মুনাফা আদায় করতে শুরু করবে তারা। আর তার জন্যই মার্চের পর থেকে নতুন ট্যারিফ চালু করবে রিলায়েন্স। ওই ট্যারিফে ভয়েস কল ফ্রি থাকলেও ডেটা ব্যবহার করতে হলে গ্রাহককে অর্থ খরচ করতেই হবে। আরও পড়ুন- ৩ বারের বেশি ATM কার্ড ব্যবহার করলেই এবার কর দিতে হবে
ওয়েব ডেস্ক: ৩১ মার্চের পর থেকে আর ফ্রি থাকছে না রিলায়েন্স জিও। একটানা ৬ মাস ফ্রি অফার দেওয়ার পর এবার মুনাফা করার পথে হাঁটছে মুকেশ আম্বানির টেলিকম নেটওয়ার্ক সংস্থা রিলায়েন্স। মার্চের পর জিও পরিষেবা উপভোগ করতে হলে প্রত্যেক গ্রাহককেই খরচ করতে হবে নূনতম ১০০ টাকা। এপ্রিল, মে, জুন এই তিন মাস জিও পরিষেবা পেতে হলে ১০০ টাকা খরচ করতেই হবে। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চের পর থেকেই জিও থেকে মুনাফা আদায় করতে শুরু করবে তারা। আর তার জন্যই মার্চের পর থেকে নতুন ট্যারিফ চালু করবে রিলায়েন্স। ওই ট্যারিফে ভয়েস কল ফ্রি থাকলেও ডেটা ব্যবহার করতে হলে গ্রাহককে অর্থ খরচ করতেই হবে। আরও পড়ুন- ৩ বারের বেশি ATM কার্ড ব্যবহার করলেই এবার কর দিতে হবে
বিগত পাঁচ মাসে এখনও পর্যন্ত ৭ কোটির ওপর মানুষ জিও সিম ব্যবহার করছেন। ফ্রি ভয়েস কল, ফ্রি ডেটার মত লোভনীয় অফার ভারতের বৃহৎ টেলিকম বাজারে জিও'কে একচেটিয়া বাজার তৈরিতে অনেকটাই সাহায্য করেছে। মানুষ যে কেবল গোগ্রাসে জিও গিলেছে তাই নয়, জনপ্রিয় টেলি নেটওয়ার্ক সংস্থা, যেমন- ভারতী এয়ারটেল, ভোডাফোন ইন্ডিয়া, আইডিয়া, সবাইকে বেশ চাপে ফেলে দিয়েছে জিও। যেভাবে ৪জি পরিষেবা দিতে শুরু করেছে Jio তাতে সব কোম্পানিই তাদের আগের ট্যারিফ প্ল্যান বদলে আরও সুলভ করেছে নিজেদের পরিষেবা। তবে জিও'র মত কেউই এত বিপুল সংখ্যক গ্রাহক নিজেদের কাছে টানতে পারেনি। অন্যদিকে এই বিপুল সংখ্যক গ্রাহক থেকে মুনাফা অর্জন করতে পদক্ষেপ নিচ্ছে জিও। টেলিকম বিশেষজ্ঞদের মতে মুনাফা লাভের বিষয়ে গ্রাহকের এই বিশাল সংখ্যার অ্যাডভান্টেজটাই নেবে জিও।