ভারতে এল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন-সহ Sony-র Bluetooth হেডফোন

ভারতের শুধুমাত্র Flipkart-এই বিক্রি হচ্ছে এই হেডফোন...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 17, 2020, 11:49 AM IST
ভারতে এল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন-সহ Sony-র Bluetooth হেডফোন

নিজস্ব প্রতিবেদন: এবার Sony-নিয়ে এল আকর্ষণীয় ফিচার-সহ কম দামে ওয়্যারলেস হেডফোন। ২০১৭ সালের Sony WH-1000XM3 লঞ্চ হওয়ার পর, নতুন একটি হেডফোন লঞ্চ করল এই জাপানি সংস্থা। শুক্রবার থেকেই ভারতে বিক্রি শুরু হয়েছে Sony WH-H910N। এই ওয়্যারলেস হেডফোনের দাম শুরু হচ্ছে ২১,৯৯০ টাকা থেকে। ভারতের শুধুমাত্র Flipcart-এই বিক্রি হচ্ছে এই হেডফোন।

এই হেডফোন পাঁচটি রঙে লঞ্চ করলেও ভারতে পাওয়া যাবে শুধু কালো রঙ। এছাড়াও এর মধ্যে থাকছে....

এই হেডফোনে থাকছে Bluetooth V5.0 কানেক্টিভিটি।

অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ছাড়াও থাকছে SBC, AAC, LDAC-কোডেক সাপোর্ট।

পুরোপুরি ৩৫ ঘন্টা চার্জে চলবে এই হেডফোন। ১০ মিনিট চার্জে চলবে ২.৫ ঘন্টা।

আরও পড়ুন: আগামী মাসেই ভারতে লঞ্চ করছে Oppo Reno 3 Pro

এই হেডফোনটিকে সব রকম ভাবে ব্যবহার করা যাবে। যেমন, ফোন কল, প্লে ব্যাকের জন্য থাকছে টাচ কন্ট্রোল।

এই হেডফোনে 5-40,000Hz তরঙ্গ দৈর্ঘের আওয়াজ শোনা যাবে।

২৫ মিমি ডাইনামিক ড্রাইভারও থাকছে।

.