iOS-র জন্য mAadhaar অ্যাপ নিয়ে আসছে UIDAI
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এখন যাবতীয় সব কিছুতেই অত্যন্ত প্রয়োজনীয় আধার কার্ড। বিভিন্ন পরিষেবা পেতেও বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর। আর তাই ব্যাঙ্ক, মোবাইল, প্যান, ড্রাইভিং লাইসেন্স সব কিছুতেই যোগ করতে হচ্ছে আধার নম্বর।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এখন যাবতীয় সব কিছুতেই অত্যন্ত প্রয়োজনীয় আধার কার্ড। বিভিন্ন পরিষেবা পেতেও বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর। আর তাই ব্যাঙ্ক, মোবাইল, প্যান, ড্রাইভিং লাইসেন্স সব কিছুতেই যোগ করতে হচ্ছে আধার নম্বর।
আরও পড়ুন : আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
গত বছর জুলাইতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য mAadhaar অ্যাপ নিয়ে এসেছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া। এর মাধ্যমে আপনাকে আধার কার্ড সঙ্গে নিয়ে ঘোরার প্রয়োজন হবে না। mAadhaar অ্যাপের মাধ্যমে আধার কার্ডের ইলেক্ট্রনিক ভার্সন সবসময়ই আপনার সঙ্গে থাকবে। এবার এই একই সুবিধা পেতে চলেছেন iOS ব্যবহারকারীরাও।
UIDAI-র সিইও অজয় ভূষণ পাণ্ডে টুইটারে জানিয়েছেন যে, iOS ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে mAadhaar অ্যাপ। যদিও তিনি কোনও নির্দিষ্ট সময় বা তারিখের কথা জানাননি।
আরও পড়ুন : কবে লঞ্চ করবে Apple iPhone SE2? জেনে নিন