আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে ফেসবুক যা করে!
ফেসবুকে অ্যাকাউন্ট খেলার জন্য বেশকিছু ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে হয়। এরপর অ্যাকাউন্ট খুলে বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস, ছবি শেয়ারিং তো আছেই। কিন্তু, জানেন কি? ফেসবুক আপনার এই ব্যক্তিগত তথ্যগুলি নিয়ে কী করে?
ওয়েব ডেস্ক : ফেসবুকে অ্যাকাউন্ট খেলার জন্য বেশকিছু ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে হয়। এরপর অ্যাকাউন্ট খুলে বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস, ছবি শেয়ারিং তো আছেই। কিন্তু, জানেন কি? ফেসবুক আপনার এই ব্যক্তিগত তথ্যগুলি নিয়ে কী করে?
বিশ্বের ফেসবুক ইউজারের সংখ্যাটা প্রায় ১৬০ কোটি। এই এত সংখ্যাক ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রথমে একটি ডেটাবেস তৈরি করে ফেসবুক। তারপর সেগুলি নিয়ে চলে গবেষণা। সেই গবেষণা থেকে পাওয়া রিপোর্টের উপর নির্ভর করেই এরপর বিভিন্ন ভোটিং, গেম, পার্সোনাল মোমেন্ট, কনটেন্ট শেয়ারিং সম্পর্কে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্থির করা হয়। সবটাই আসলে ওই নিত্য নতুন উপায়ে ইউজারকে ধরে রাখার চেষ্টা। ২০১৪ সালে ফেসবুক ৭ লাখ মানুষের উপর করা একটি সাইকোলজিক্যাল স্টাডি প্রকাশ করে। যেটা নিয়ে বিতর্কও হয় প্রচুর। সেখানে বিভিন্ন ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় বলে অভিযোগ।