মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, নিহত ১৪
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ব্যাটম্যানের নতুন ছবি দ্য ডার্ক নাইট রাইজেস-এর প্রিমিয়ার শো চলাকালীন কলোরাডোর ডেনভার শহরে হামলা চালাল দুই বন্দুকবাজ। গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ব্যাটম্যানের নতুন ছবি দ্য ডার্ক নাইট রাইজেস-এর প্রিমিয়ার শো চলাকালীন কলোরাডোর ডেনভার শহরে হামলা চালাল দুই বন্দুকবাজ। গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
গভীর রাতে ডেনভারের অরোরা শহরের একটি সিনেমা হলের মধ্যে ছবির প্রিমিয়ার শো চলাকালীনই হামলা চালায় মুখোশপরা ওই বন্দুকবাজ। বিস্ফোরণের শব্দও শোনা গেছে ওই হলের ভিতর থেকে। প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিসের ধারণা, সিনেমা হলের মধ্যে টিয়ার গ্যাসের শেল বা গ্যাসবোমা জাতীয় কিছু ফাটায় ওই হামলাকারী। ঘটনার আকস্মিকতায় প্রথমে হামলার ব্যাপার বুঝতেই পারেননি দর্শকেরা। কিন্তু হামলার ঘটনা টের পাওয়ার পরেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়েও আহত হন বেশ কয়েকজন। এখনও পর্যন্ত একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিস। এই নির্মম গণহত্যার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগের সম্ভাবনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস।