বর্ষবরণের রাতে ফের জঙ্গি হামলা তুস্কে, মৃত ৩৫

বর্ষবরণের রাতে ফের জঙ্গি হামলা। ফের টার্গেট সেই তুরস্ক। ইস্তানবুলের রেইনা নাইটক্লাবে সান্তা সেজে হামলা চালাল ১ বন্দুকবাজ। ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। আহত বহু। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ হামলা হয়।

Updated By: Jan 1, 2017, 08:54 AM IST
বর্ষবরণের রাতে ফের জঙ্গি হামলা তুস্কে, মৃত ৩৫

ওয়েব ডেস্ক : বর্ষবরণের রাতে ফের জঙ্গি হামলা। ফের টার্গেট সেই তুরস্ক। ইস্তানবুলের রেইনা নাইটক্লাবে সান্তা সেজে হামলা চালাল ১ বন্দুকবাজ। ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। আহত বহু। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ হামলা হয়।

আরও পড়ুন- তালিবানকে দিয়ে আইসিসকে জব্দ করার ছক রাশিয়ার

ইস্তানবুলের বেসিকতাসের রেইনা নাইটক্লাবের ঘটনা। বর্ষবরণের রাতে হামলার সতর্কবার্তা ছিলই। ফলে মোতায়েন ছিল প্রায় ১৭০০০ পুলিস কর্মী। কিন্তু, তারপরও নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে সান্টা সেজে হামলা চালায় ১ বন্দুকবাজ। ঘটনার পর আতঙ্কে বসফরাস ব্রিজ থেকে ঝাঁপ দেন বহু মানুষ। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.