বর্ষ বরণে লন্ডনে রাহুল গান্ধী
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এবার বর্ষবরণের জন্য বেছে নিয়েছেন লন্ডনকে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যাচ্ছে যে, তিনি 'বিলেত' যাওয়ার জন্যই বুধবার দেশ ছেড়েছেন। পাশ্চাত্যের এই ঐতিহ্যপূর্ণ শহরে বিরাট বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যে বছরকে বরণ করে নেওয়ার চল রয়েছে।
![বর্ষ বরণে লন্ডনে রাহুল গান্ধী বর্ষ বরণে লন্ডনে রাহুল গান্ধী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/31/74793-hul.jpg)
ওয়েব ডেস্ক: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এবার বর্ষবরণের জন্য বেছে নিয়েছেন লন্ডনকে। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যাচ্ছে যে, তিনি 'বিলেত' যাওয়ার জন্যই বুধবার দেশ ছেড়েছেন। পাশ্চাত্যের এই ঐতিহ্যপূর্ণ শহরে বিরাট বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যে বছরকে বরণ করে নেওয়ার চল রয়েছে।
আরও পড়ুন- ফিরে দেখা ২০১৬ : পাঁচটা ভয়ানক ভাইরাল খবর
রাহুলের টুইট্যার শুভেচ্ছাও কিছুটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। টুইট্যারে রাহুল লিখেছেন, "সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আগামী কয়েকটা দিন ঘুরে বেড়াব"। গত বছর বাহুল জানিয়েই গিয়েছিলেন যে তিনি বর্ষবরণে মাতবেন ইউরোপে। কিন্তু এবার আর তিনি আগে থেকে খোলসা করে কিছুই জানাননি। সূত্র মারফত্ জানা যাচ্ছে রাহুল কমপক্ষে এক সপ্তাহ কাটাতে পারেন লন্ডনে।