সোমালিয়ায় অপহৃত জাহাজ মুক্ত করল ন্যাটো নৌসেনা, নিরাপদে ভারতীয়রা

এডেন উপসাগরে সোমালী জলদস্যুদের কবলে পড়া ইতালীয় বাণিজ্য জাহাজকে মুক্ত করল মার্কিন ও ব্রিটিশ নৌসেনা।

Updated By: Oct 11, 2011, 05:36 PM IST

আটচল্লিশ ঘণ্টার মধ্যেই এডেন উপসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়া ইতালীয় বাণিজ্য জাহাজকে মুক্ত করল মার্কিন ও ব্রিটিশ নৌসেনা। সোমবার ২৩ জন নাবিক সহ অপহৃত হয় ইতালীয় জাহাজ মন্টেক্রিস্টো। সোমালী জলদস্যুদের হাতে আটক নাবিকদের মধ্যে ছিলেন ৬ জন ভারতীয়। তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন। অপহৃত জাহাজটি ইতালীয় সংস্থা ডালমারা স্পা`র মালিকানাধীন। স্পা`গোষ্ঠীর তরফে জানান হয়, ৫৬ হাজার টন ছাঁট লোহা নিয়ে ভিয়েতনাম যাওয়ার পথে ইয়েমেন উপকূলের প্রায় ৪৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জলদস্যু-হামলার শিকার হয় মন্টেক্রিস্টো। মুক্তিপণ দিয়ে জাহাজ এবং নাবিকদের ফেরত পাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগও শুরু করে ইতালীয় সংস্থাটি। ঘটনার খবর পেয়েই, দ্রুত অপারেশনে নামে মার্কিন মেরিনস ও রয়্যাল ব্রিটিশ নেভির দুটি রণতরী। ঝটিকা হামলা চালিয়ে মুক্ত করা হয় মন্টেক্রিস্টোকে। আটক করা হয় ১১ জন জলদস্যুকে।

.