বাঁচার শেষ চেষ্টা করছিল নিশ্চই, সমুদ্রের জলে মিলল লাইফ জ্যাকেট পরা বিমান যাত্রীর দেহ
লাইফ জ্যাকেট পরা দেহ উদ্ধার হল এয়ার এশিয়ার দুর্ঘটনা কবলিত বিমানের।এ থেকেই ইন্দোনেশিয়া সরকারের অনুমান বিমানটি সমুদ্রে ভেঙে পড়ার আগে কিছুটা সময় পেয়েছিলেন যাত্রীরা। গতকালই এয়ার এশিয়ার বিমান কিউ জেড 8501-এর ধংসাবশেষ পাওয়া গিয়েছিল। এখনও পর্যন্ত চল্লিশটি দেহ পাওয়া গিয়েছে। তারমধ্যে ছজনের পরিচয় জানা গিয়েছে।
জাকার্তা: লাইফ জ্যাকেট পরা দেহ উদ্ধার হল এয়ার এশিয়ার দুর্ঘটনা কবলিত বিমানের।এ থেকেই ইন্দোনেশিয়া সরকারের অনুমান বিমানটি সমুদ্রে ভেঙে পড়ার আগে কিছুটা সময় পেয়েছিলেন যাত্রীরা। গতকালই এয়ার এশিয়ার বিমান কিউ জেড 8501-এর ধংসাবশেষ পাওয়া গিয়েছিল। এখনও পর্যন্ত চল্লিশটি দেহ পাওয়া গিয়েছে। তারমধ্যে ছজনের পরিচয় জানা গিয়েছে।
এয়ার এশিয়ার সমুদ্রে ভেঙে পড়া বিমানের আরও বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হল। সেই সঙ্গে বোর্নিও-র কাছে কারিমাতা প্রণালীতে খুঁজে পাওয়া গেল আরও ছটি দেহ। তবে খারাপ আবহাওয়ায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। গতকাল ৪০টি মৃতদেহ উদ্ধার হয়েছিল, বুধবার সকালে আরও তিনটি দেহ পাওয়া গেল। গতকাল ইন্দোনেশিয়ার উপকূলবর্তী জাভা সমুদ্রে মঙ্গলবার বিমানের ধ্বংসাবশেষ ভেসে থাকতে দেখা গিয়েছিল।
তল্লাশি চালানো একটি বিমান প্রথমে সমুদ্রের নীচে ছায়ার মতো একটি অংশ দেখতে পায়৷ যেখান থেকে বিমানটি শেষ যোগাযোগ করেছিল , জায়গাটি তার ১৬ কিলোমিটারের মধ্যেই ছিল৷ তখনই সন্দেহ করা হয় , সেটি বিমানের ধ্বংসাবশেষ হতে পারে৷ সেই আশঙ্কায় সত্যি হয়।