পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে ৩০০ জঙ্গি, দাবি সরাকারি সূত্রের

পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহূর্তে ৩০০ বেশি জঙ্গি অপেক্ষা করছে। এই জঙ্গিরা লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজাবুল মুজাহিদীনের সক্রিয় সদস্য। এই মুহূর্তে পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাহায্যে ১৭টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে ধীরেধিরে শক্তিশালী হয়ে উঠছে।

Updated By: Aug 25, 2015, 12:01 PM IST
 পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে ৩০০ জঙ্গি, দাবি সরাকারি সূত্রের

নয়া দিল্লি: পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহূর্তে ৩০০ বেশি জঙ্গি অপেক্ষা করছে। এই জঙ্গিরা লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজাবুল মুজাহিদীনের সক্রিয় সদস্য। এই মুহূর্তে পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাহায্যে ১৭টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে ধীরেধিরে শক্তিশালী হয়ে উঠছে।

ভারতের ন্যাশনল সিক্যুউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠকে এই সংক্রান্ত তথ্য-প্রমাণই তাঁর পাকিস্তানি কাউন্টারপার্ট সরতাজ আজিজের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু, ভেস্তে গেছে সেই বহু বিতর্কিত বৈঠকই।

সোমবার সরকারি সূত্রেই, এই দলিলের বক্তব্য জানানো হয়েছে।

সূত্রে খবর, ওই ১৭টি ক্যাম্প যে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজাবুল মুজাহিদীনই চালাচ্ছে সে সম্পর্কে যথেষয় তথ্য প্রমাণ আছে ভারতীয় সরকারি গোয়েন্দা সংস্থার হাতে। এই ক্যাম্পগুলিকে সরাসরি সাহায্য করছে পাক সেনা ও আইএসআই। রয়েছে সে সম্পর্কিতও প্রমাণও।

এই ক্যাম্পগুলির অবস্থান, শক্তি, কোন ক্যাম্প কোন জঙ্গি গোষ্ঠী চালাচ্ছে, সেই সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ বিবরণও জানা নয়া দিল্লির।

এই ক্যাম্পগুলিতে ৩০০জন জঙ্গিকে সসস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জম্মু-কাশ্মীর প্রবেশের সুযোগ খুঁজছে তারা।

পাকিস্তানেই আছেন আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এই সংক্রান্ত তথ্য-প্রমাণ সহ দলিল তৈরি করে ফেলেছে ভারত।

 

.