গ্রিনল্যান্ডের সমুদ্রে ভাসমান বরফের ছবি পাঠাল নাসা

মহাকাশ থেকে গ্রিনল্যান্ডের সমুদ্রে টুকরো টুকরো বরফ ভাসার ছবি পাঠাল নাসা। গত ১৬ জুলাই নাসার অ্যাকোয়া স্যাটেলাইট থেকে মডারেট রেজলিউশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটারের সাহায্যে তোলা হয়েছে এই ছবি।

Updated By: Aug 25, 2015, 11:15 AM IST
গ্রিনল্যান্ডের সমুদ্রে ভাসমান বরফের ছবি পাঠাল নাসা

ওয়েব ডেস্ক: মহাকাশ থেকে গ্রিনল্যান্ডের সমুদ্রে টুকরো টুকরো বরফ ভাসার ছবি পাঠাল নাসা। গত ১৬ জুলাই নাসার অ্যাকোয়া স্যাটেলাইট থেকে মডারেট রেজলিউশন ইমেজিং স্পেকট্রোরেডিওমিটারের সাহায্যে তোলা হয়েছে এই ছবি।

উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন আরও উত্তরে আর্কটিকের জলে বরফ ভেসে গিয়ে গলে যায়। গ্রিনল্যান্ডের সমুদ্রে ভাসতে দেখা যায় বড় বড় বরফের চাঁই। পৃথিবীর তাপমাত্র বাড়ার সঙ্গে সঙ্গে আর্কটিক সমুদ্রে বরফের পরিমান কমছে। তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর থেকে অন্তত দুই থেকে তিনগুণ সংবেদনশীল আর্কটিক।

ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ প্রোগ্রামের অংশ নাসার এই অ্যাকোয়া স্পেসক্রাফ্ট মিশন।

 

 

.