আক্রান্ত চেক প্রেসিডেন্ট
আক্রান্ত হলেন চেক প্রেসিডেন্ট ভাসলাভ ক্লাউস। শনিবার খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে প্লাস্টিকের বন্দুক থেকে গুলি চালায় এক যুবক। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস।
আক্রান্ত হলেন চেক প্রেসিডেন্ট ভাসলাভ ক্লাউস। শনিবার খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে প্লাস্টিকের বন্দুক থেকে গুলি চালায় এক যুবক। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। পুলিস জানতে পেরেছে, সরকারের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কাজ করেছেন।
শনিবার চেক প্রেসিডেন্ট ক্রাস্টাভ নামক একটি গ্রামে সেতু উদ্বোধন করছিলেন। সেই সময় ভিড় ঠেলে এগিয়ে আসে সেনার পোশাক পরা ওই যুবক। খুব কাছ থেকে প্রেসিডেন্টকে লক্ষ্য করে প্লাস্টিকের বন্দুক থেকে গুলি চালায় সে। উপস্থিত সকলে যখন হতচকিত, তখনই ওই যুবক হেঁটে বেরিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হওয়ার পর, সে জানিয়েছে `` আমি মনে করি এটা যথেষ্ট, তবে অনেকেই মনে করতে পারেন, এটা চরম কোনও ঘটনা। যে সরকার দেশের এক তৃতীয়াংশ মানুষকে ক্ষুধার দিকে পাঠিয়ে দেয়, তখন এরকম চরম কাজের প্রয়োজন হয়ে পড়ে।``
ঘটনার পর ক্লাউস অবশ্য জানিয়েছেন সুযোগ পেলে তিনি ওই যুবককে পাল্টা মারতেন। তবে নিজেদের দেহরক্ষীদের তুলোধনা করতে ছাড়েননি চেক প্রেসিডেন্ট। তবে সরকারের বিপক্ষে যে দেশ জুড়ে ক্ষোভ বাড়ছে এই ঘটনা কিন্তু স্পষ্ট করে তারই ইঙ্গিত দিয়ে গেল।