Bangabandhu Sheikh Mujibur Rahman| Sheikh Hasina: ধুলোয় মিশল বঙ্গবন্ধুর বাড়ি! এবার ধ্বংসলীলা চলছে হাসিনার পৈতৃক বাসভবনেও...
Bangladesh Unrest: ওপার বাংলায় অরাজকতা চরমে। সোশ্যাল মিডিয়ায় হাসিনার ভাষণের আগেই হামলা। বঙ্গবন্ধুর স্মৃতি মুছল ইউনূস বাহিনী। ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়ির ইতিহাস তছনছ। মুজিবের বাড়িতে চলল বুলডোজার। বাঁচল না হাসিনার সুধা ভবনও।
![Bangabandhu Sheikh Mujibur Rahman| Sheikh Hasina: ধুলোয় মিশল বঙ্গবন্ধুর বাড়ি! এবার ধ্বংসলীলা চলছে হাসিনার পৈতৃক বাসভবনেও... Bangabandhu Sheikh Mujibur Rahman| Sheikh Hasina: ধুলোয় মিশল বঙ্গবন্ধুর বাড়ি! এবার ধ্বংসলীলা চলছে হাসিনার পৈতৃক বাসভবনেও...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519632-bangladesh-attack.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে অরাজকতা, অসভ্যতা চরমে। বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দিল ইউনূস বাহিনী। ঢাকায় মুজিবের বাড়িতে হামলা, আগুন। বুলডোজার দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙা হল। মুজিবের বাড়িতে হামলা স্বঘোষিত ছাত্র জনতার। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর রীতিমতো উচ্ছাস-নাচগান। ইতিহাসের ইট খুলতে তাণ্ডব ইউনূসের গুন্ডাবাহিনীর। ভাঙা হল মুজিবের ম্যুরাল। আগুন হাসিনার বাড়িতেও। নিজেদের শিকড় উপড়ে এ কোন সভ্যতা?
আরও পড়ুন, Bangladesh: চরম বিস্ময়ে সাক্ষী থাকলো গোটা ঢাকা! দাউ দাউ করে জ্বলছে হাসিনার বাড়ি...
শুধু বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলাই নয়, বাড়িতে চালানো হয় লুঠতরাজ! জানলার ফ্রেম, আলমারি, লোহালক্কড় লুঠ। লুঠের জিনিসপত্র কাঁধে করে নিয়ে যায় হামলাকারীরা। এমনকি বইও লুঠ করে চম্পট।সংলগ্ন শেখ হাসিনার বাড়িতেও আগুন লাগানো হয়। শেখ হাসিনার সরকারের পতনের পরেও গত অগস্টে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে জনরোষ আছড়ে পড়েছিল। সেই থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল।
এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের ছ’মাস অতিক্রান্ত হয়। এদিন মুজিবের বাড়িতে হামলার পাশাপাশি আগুন দেওয়া হয়েছে ধানমন্ডিতে হাসিনার বাসভবন সুধা সদনে। বুধবার রাত সাড়ে ১০টার পর সেখানে আগুন দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাত ১২টার সময় ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়।
বলা হয়, শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার কথা ছিল বুধবার। যা নিয়ে আওয়ামি লিগের তরফে প্রচার শুরু হয়। এরপরই বিরোধীদের তরফে স্লোগান ওঠে-'গুড়িয়ে দাও তাড়াতাড়ি, ৩২ নম্বরের দালানবাড়ি'। তাঁরা স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ-বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে ফেলেন। তার পরে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)