পাকিস্তানের লস্কর-ই-তইবা বিশ্বের কাছে আতঙ্ক, মানলেন ওবামা
প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকে উঠে এল সেই সন্ত্রাস প্রসঙ্গ। সূত্রের খবর ২৬/১১ মুম্বই হামলার দায়ী লস্কর-ই-তইবা গোটা বিশ্বের কাছে আতঙ্কের বিষয়, এমনটাই মনে করছেন বারাক ওবামা। মুম্বইয়ের নাশকতায় ১৬৬ জন নিহত হন। যার মধ্যে ৬ জন মার্কিন নাগরিকও ছিলেন।
প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকে উঠে এল সেই সন্ত্রাস প্রসঙ্গ। সূত্রের খবর ২৬/১১ মুম্বই হামলার দায়ী লস্কর-ই-তইবা গোটা বিশ্বের কাছে আতঙ্কের বিষয়, এমনটাই মনে করছেন বারাক ওবামা। মুম্বইয়ের নাশকতায় ১৬৬ জন নিহত হন। যার মধ্যে ৬ জন মার্কিন নাগরিকও ছিলেন।
আমেরিকার ওপর ক্রমশ আতঙ্কের রক্তচক্ষু দেখাচ্ছে পাকিস্তানের লস্কর সংগঠন। এমটাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মনমোহন-ওবামা বৈঠক শেষে দু`দেশের তরফে জারি করা যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, " তাঁরা সন্ত্রাসবাদীদের সমস্ত প্রকারকে নিন্দা করেছেন। লস্কর-ই-তইবার মত জঙ্গি সংগঠনগুলির প্রতিহত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা।"
২০০৮ এর মুম্বই নাশকতার দোষীদের শাস্তি দিতে পাকিস্তানকে এগিয়ে আসা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।